Delhi Fire Incident

আগুন থেকে বাঁচতে আটতলা থেকে ঝাঁপ দুই শিশুসন্তান এবং বাবার! অগ্নিদগ্ধ মা ভর্তি দিল্লির হাসপাতালে

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবকের নাম যশ যাদব। অগ্নিকাণ্ডের জেরে আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী এবং জ্যেষ্ঠপুত্রও। আগুন লাগার পর তাঁরা ওই ভবনে আটকে পড়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৩:৪৩
Share:

দিল্লির বহুতলে আগুন। ছবি: সংগৃহীত।

দিল্লির বহুতলে আগুন। প্রাণ বাঁচাতে দুই শিশু-সহ এক যুবক আটতলা থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ জন একই পরিবারের সদস্য।

Advertisement

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আগুন লাগে দিল্লির ১৩ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের আটটি ইঞ্জিন। তবে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। হঠাৎই ওই ভবনের আট তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় দুই শিশু। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

কিছু ক্ষণ পর প্রাণে বাঁচতে আটতলা থেকে ঝাঁপ দেন এক যুবক। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পরে জানা যায়, ওই দুই শিশু তাঁরই সন্তান, এক জন পুত্র, অপর জন কন্যা।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবকের নাম যশ যাদব। অগ্নিকাণ্ডের জেরে আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী এবং জ্যেষ্ঠপুত্রও। আগুন লাগার পর তাঁরা ওই ভবনে আটকে পড়েছিলেন। দমকল গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দু’জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন।

কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বহুতল ভবনে থাকা বাকি বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছে দমকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement