Crackdown in Jammu and Kashmir

তিন দিনে দু’টি ‘এনকাউন্টারের’ পর লশকর-এ-ত্যায়বার তিন সহযোগী ধৃত জম্মু-কাশ্মীরে! মিলল প্রচুর আগ্নেয়াস্ত্রও

জম্মু-কাশ্মীরে তিন দিনে দু’টি এনকাউন্টারে ছয় জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। এ বার জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার তিন সহযোগীকেও গ্রেফতার করা হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৯:১৪
Share:

—ফাইল ছবি।

জম্মু-কাশ্মীরে তিন দিনে দু’টি এনকাউন্টারে ছয় জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। এ বার জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার তিন সহযোগীকেও গ্রেফতার করা হল। শুক্রবার মধ্য কাশ্মীরের বাদগাম জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মুজামিল আহমেদ, ইশফাক পণ্ডিত এবং মুনির আহমেদ। নরবল ব্লকের কাউসা খালিসা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মিলেছে একটি পিস্তল ও একটি হ্যান্ড গ্রেনেড।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের সঙ্গে লশকর জঙ্গি আবিদ কায়ুম লোনের যোগাযোগ ছিল। ২০২০ সালে উপত্যকা থেকে পাকিস্তানে চলে গিয়েছিল আবিদ। সেখানে লশকরে যোগ দিয়েছিল সে। আবিদ বর্তমানে পাকিস্তানেই রয়েছে। নরবল এলাকায় নানাবিধ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সে।

Advertisement

প্রসঙ্গত, গত মঙ্গলবার সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযানে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। তারা লশকরের সঙ্গে যুক্ত। এর পর বৃহস্পতিবার সকালেও পুলওয়ামা জেলার ত্রালে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই অভিযানে তিন জইশ জঙ্গি হত হয়েছেন। তার পরেই বাদগাম থেকে গ্রেফতার তিন লশকর-সহযোগী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement