পঞ্জাবে পাকড়াও ৩ জঙ্গি

পঞ্জাবে সন্ত্রাসবাদকে জিইয়ে তুলতে আইএসআই ক্রমাগত চেষ্টা করছে বলে অনেক দিন ধরেই দাবি গোয়েন্দাদের। পুলিশের দাবি, সে কাজে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অন্যতম হাতিয়ার তথাকথিত যুব সংগঠন ‘ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন’।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ০৪:০৭
Share:

পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে চলা জঙ্গি মডিউল ভেঙে দেওয়ার দাবি করল পঞ্জাব পুলিশ। তাদের দাবি, মডিউলের ধৃত তিন সদস্য গুরদিয়াল সিংহ, জগরূপ সিংহ ও সত্যেন্দ্র সিংহ পাক মদতপুষ্ট ‘ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন’-এর সদস্য।

Advertisement

পঞ্জাবে সন্ত্রাসবাদকে জিইয়ে তুলতে আইএসআই ক্রমাগত চেষ্টা করছে বলে অনেক দিন ধরেই দাবি গোয়েন্দাদের। পুলিশের দাবি, সে কাজে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অন্যতম হাতিয়ার তথাকথিত যুব সংগঠন ‘ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন’।

২১ মে অমৃতসরের কাছে সীমান্তে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে বিএসএফ। সেই অস্ত্র-গোলাবারুদ নিতে এসে ধরা পড়ে মান সিংহ ও শের সিংহ। ওই অস্ত্র-গোলাবারুদের একটি বড় অংশ ‘শিখ ইউথ ফেডারেশন’ সরবরাহ করেছিল বলে মনে করেন গোয়েন্দারা। পুলিশের দাবি, ভেঙে দেওয়া জঙ্গি মডিউলটির মাথা গুরদিয়াল সিংহ। তার সঙ্গে ‘শিখ ইউথ ফেডারেশন’-এর প্রধান লখবীর রোড়ের যোগাযোগ করিয়ে দিয়েছিল জার্মানিবাসী শিখ উগ্রপন্থী বলবীর সিংহ। পরে লাহৌরের এক আইএসআই ডেরায় গুরদিয়ালের সঙ্গে দেখা হয় লখবীরের। পরে মডিউলের আর এক সদস্য জগরূপকে লাহৌরে লখবীরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় গুরদিয়াল।

Advertisement

পুলিশের দাবি, পাকিস্তানে জঙ্গি কাজকর্মের প্রশিক্ষণ দেওয়া হয় এই মডিউলের সদস্যদের। জগরূপ রেললাইনে ফিশপ্লেট, নাট, বোল্ট খুলে নাশকতা করায় দক্ষ হয়ে উঠেছিল। গুরদিয়াল ও জগরূপকে ভারতে জঙ্গি হামলা ও ব্যক্তিহত্যা চালানোর ভার দেওয়া হয়। মডিউলের তৃতীয় সদস্য সত্যে‌ন্দ্রর সঙ্গেও পাকিস্তান এবং জার্মানির জঙ্গি হ্যান্ডলারদের যোগাযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, গুরদিয়াল ও জার্মানির বাসিন্দা বলবীরের বিরুদ্ধে নব্বইয়ের দশকেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন