Jammu And Kashmir

শোপিয়ানে নিহত তিন জঙ্গি, এক সপ্তাহে ১২ জনকে নিকেশ করল যৌথ বাহিনী

গত রবিবার শোপিয়ানেরই রেবান এলাকায় পাঁচ জঙ্গি নিহত হয়েছিল। তার পরের দিন সোমবার পিনজুরায় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছিল চার জঙ্গি।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১০ জুন ২০২০ ১৩:৩২
Share:

শোপিয়ানে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে নিহত তিন জঙ্গি। —ফাইল চিত্র

এক সপ্তাহে তিন বার অভিযান। এবং তিন বারই সফল অপারেশন। জম্মু-কাশ্মীরের শোপিয়ানে এক সপ্তাহে ১২ জন জঙ্গিকে গুলি করে মারল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বুধবার সকালেও শোপিয়ানের সুগু এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছে তিন হিজবুল জঙ্গি। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট চার জঙ্গি নিহত হল পুলিশি অভিযানে। নিহতদের মধ্যে এক জনের পরিচয় জানা গিয়েছে। ওমর ধোবি নামে ওই হিজবুল জঙ্গি ২০১৮ সাল থেকে উপক্যকায় সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শোপিয়ানের সুগু এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পায় পুলিশ। সেই অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে অভিযানে যায় যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। অবশেষে গুলির লড়াইয়ে নিহত হয় তিন জঙ্গি।

দক্ষিণ কাশ্মীরের ভিক্টর ফোর্সের মেজর জেনারেল এ সেনগুপ্ত জানিয়েছেন, নিহত জঙ্গিরা স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, ‘‘শোপিয়ানের পিনজুরা গ্রামে কয়েকজন জঙ্গি গ্রামবাসীদের হেনস্থা করছিল বলে খবর মেলে। সেখানে অভিযান চালিয়ে চার জনকে খতম করা হয়েছিল। তার পর গত রাতে ফের জঙ্গিদের উপস্থিতির নির্দিষ্ট খবর আসে। চার ঘণ্টার অপারেশনে আজ সকালে তিন জঙ্গি নিহত হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: ‘হ্যাঁ, ভারতীয় ভূখণ্ড দখল করেছে চিন’! অভিনব কৌশলে পাল্টা কংগ্রেসকেই বিঁধলেন লাদাখের সাংসদ

আরও পড়ুন: ভারতে এই প্রথম সুস্থ হয়ে ওঠার সংখ্যা সক্রিয় রোগীর থেকে বেশি

Advertisement


এর আগে গত রবিবার শোপিয়ানেরই রেবান এলাকায় পাঁচ জঙ্গি নিহত হয়েছিল। তার পরের দিন সোমবার পিনজুরায় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছিল চার জঙ্গি। বুধবারের তিন জন মিলিয়ে এক সপ্তাহের নিহত জঙ্গির সংখ্যা হল ১২। সোমবারের অভিযানের পর জম্মু কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেছিলেন, ‘‘২৪ ঘণ্টারও কম সময়ে দক্ষিণ কাশ্মীরে দু’জন কমান্ডার ৯ জঙ্গিকে খতম করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। নির্দিষ্ট সূত্রে জঙ্গিদের গতিবিধির খবর পাওয়া এবং দ্রুত সফল অভিযানের জন্য শোপিয়ান পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অভিবাদন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন