প্রতিনিধিত্বমূলক ছবি।
লুট করার জন্য এ বার ডেটিং অ্যাপকে হাতিয়ার করল ডাকাতেরা। ডেটিং অ্যাপে ফাঁদ পেতে একের পর এক লুট করার ঘটনা প্রকাশ্যে এল দিল্লিতে। বেশ কিছু দিন ধরেই উত্তর-পূর্ব দিল্লিতে ডেটিং অ্যাপে লুটের ঘটনার অভিযোগ পাচ্ছিল পুলিশ। ডাকাতদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
শনিবার রাত আড়াইটে নাগাদ পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যমুনা খাদর এলাকায় কয়েক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সেই খবর পেয়েই পুলিশের একটি দল ওই এলাকায় যায়। পুলিশকে আসতে দেখেই ডাকাতেরা জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। তখন তাদের আটকানোর চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পাল্টা গুলি চালায় পুলিশও।
দু’পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। সেই সংঘর্ষে দুই ডাকাতের পায়ে গুলি লাগে। আরও এক ডাকাত পালাতে গিয়ে পড়ে আহত হয়। তিন জনকেই ধরে ফেলে পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, নিউ উসমাননগরে ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল ওই তিন জন। ধৃতদের নাম সমীর, তরুণ এবং কুণাল।
সমীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ডাকাতি এবং অপহরণের মামলা রয়েছে বাকি দু’জনের বিরুদ্ধেও। জেরায় ধৃতেরা জানিয়েছেন, ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথমে আলাপ জমাতেন। তার পর ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে তাঁদের ঠিকানা-সহ বাকি তথ্য হাতিয়ে নিতেন। তার পর সেই ঠিকানায় চলত ‘অপারেশন’। এ ভাবে বেশ কয়েকটি বাড়িতে লুটপাট চালিয়েছেন সমীররা। ফাঁদে ফেলতে কোন ডেটিং অ্যাপ ব্যবহার করতেন, সেই তথ্যও পুলিশকে দিয়েছেন তাঁরা।