Terrorist attack in Assam

মধ্যরাতে অসমের সেনাঘাঁটিতে জঙ্গিহানা! চলল এলোপাথাড়ি গুলি, জখম তিন জওয়ান

মধ্যরাতে অসমের সেনাঘাঁটিতে হামলা চালাল জঙ্গিরা। গাড়িতে করে এসে এলোপাথাড়ি গুলি চালায় তারা। তাতেই তিন জওয়ান জখন হয়েছেন বলে খবর সেনা সূত্রে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৪:৩৪
Share:

অসমের সেনাঘাঁটিতে জঙ্গি হামলা। ছবি: পিটিআই।

মধ্যরাতে অসমের সেনাঘাঁটিতে হামলা চালাল জঙ্গিরা। গাড়িতে করে এসে এলোপাথাড়ি গুলি চালায় তারা। তাতেই তিন জওয়ান জখম হয়েছেন বলে খবর সেনা সূত্রে।

Advertisement

সেনা সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পূর্ব অসমের তিনসুকিয়া জেলায় কাকোপাথার কোম্পানির ঘাঁটিতে হামলা চলে। প্রত্যাঘাত করে সেনাও। এর পরেই সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। প্রসঙ্গত, সেনাঘাঁটির আশপাশে জনবসতিও রয়েছে।

জঙ্গি হামলায় জখম তিন জওয়ানের চোট অবশ্য গুরুতর নয়। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেন, ‘‘কারও চোটই গুরুতর নয়। পুলিশের সহযোগিতায় এলাকায় তল্লাশি শুরু হয়েছে।’’

Advertisement

সেনা সূত্রে খবর, হামলা চালানোর পর অরুণাচল প্রদেশ সীমানার দিকে পালিয়েছিল জঙ্গিরা। পরে সীমানার কাছ থেকে একটি ট্রাক উদ্ধার হয়। অনুমান, ওই ট্রাকে করে হামলা চালানো হয়েছিল সেনাঘাঁটিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement