Rape

গণধর্ষণ, লোকলজ্জায় চুপ পরিবার, রক্তক্ষরণে মৃত্যু নাবালিকার

নিজেদের সম্মানের কথা ভেবে বিষয়টি চেপে যায় পরিবারটি। কিন্তু, ক্রমেই অসুস্থ হয়ে পড়ে সে। রবিবার রাতে মারাত্মক রক্তপাতের কারণে মৃত্যু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৮:২৫
Share:

প্রতীকী ছবি।

স্কুলে যাওয়ার পথে গণধর্ষণ করে তাকে জঞ্জালে ফেলে গিয়েছিল তিন সহপাঠী। কিন্তু, পারিবারিক সম্মান আর চক্ষুলজ্জার ভয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এমনকী, কিশোরী ওই পড়ুয়ার চিকিৎসাও করানো হয়নি। ফলে, বিনা চিকিৎসায় মারাত্মক রক্তপাতের জেরে মৃত্যু হল তার। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফাজিলকা গ্রামে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ২৫ অক্টোবর গণধর্ষণের শিকার হয় ১৭ বছরের ওই পড়ুয়া। নিজেদের সম্মানের কথা ভেবে বিষয়টি চেপে যায় পরিবারটি। কিন্তু, ক্রমেই অসুস্থ হয়ে পড়ে সে। রবিবার রাতে মারাত্মক রক্তপাতের কারণে মৃত্যু হয়।

আরও পড়ুন: ছয় বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুন করল কাকা

Advertisement

মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরই জালালাবাদের ডিএসপি অমরজিৎ সিংহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গ্রামটি অত্যন্ত পিছিয়ে থাকা। ঘটনার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেয়েটিকে বাঁচানো সম্ভব হত। ডিএসপি জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement