উচ্চশিক্ষা কমিশন বিলে বাড়ল সময়

গত মাসে ইউজিসি বাতিল করে উচ্চশিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। লক্ষ্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও ক্ষমতা দেওয়া। খসড়া বিলে স্বশাসনের কথা বলা হলেও আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি মন্ত্রকের হাতে ছেড়ে দেওয়ার কথা বলা রয়েছে খসড়া বিলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ০৩:২০
Share:

এর আগে দু’বার খারিজ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাতিলের প্রস্তাব। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বশাসনের অধিকার দিতে গিয়ে উচ্চশিক্ষা কমিশন গড়ার তৃতীয় প্রস্তাবেও বিশেষ সাড়া মেলেনি শিক্ষাবিদ মহলে। তাই ওই খসড়া বিলে মতামত দেওয়ার সময়সীমা দশ দিন বাড়াল কেন্দ্র।

Advertisement

গত মাসে ইউজিসি বাতিল করে উচ্চশিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। লক্ষ্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও ক্ষমতা দেওয়া। খসড়া বিলে স্বশাসনের কথা বলা হলেও আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি মন্ত্রকের হাতে ছেড়ে দেওয়ার কথা বলা রয়েছে খসড়া বিলে।

শুরু থেকেই বিলের এই অংশটির প্রতিবাদে সরব ছিলেন শিক্ষক ও পড়ুয়াদের একাংশ। মন্ত্রকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লেখেন কংগ্রেস নেতা মতিলাল ভোহরা।

Advertisement

বিলটি নিয়ে বিভিন্ন ক্ষেত্রের মানুষের মতামত চেয়েছিল কেন্দ্র। চিঠিতে ভোহরা বলেন, ‘‘যে কোনও খসড়া বিল নিয়ে মন্তব্য করার জন্য অন্তত এক মাস সময় দেওয়া উচিত। কিন্তু এখানে মাত্র দশ দিন সময় দেওয়া হয়েছে।’’ পাশাপাশি খসড়া বিলটি কেবল ইংরেজি ভাষায় থাকারও সমালোচনা করেন তিনি। ভোহরার চিঠির পরে খসড়া বিলে মন্তব্য করার সময়সীমা আরও দশ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন