গুজরাতের সংঘর্ষ নিয়ে লোকসভায় সরব তৃণমূল

বিজেপি তথা সঙ্ঘ পরিবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে পশ্চিমবঙ্গে পথে নামার কথা ভাবছে, তখন গুজরাতে হওয়া গোষ্ঠী সংঘর্ষ নিয়ে আজ লোকসভায় সরব হল মমতার দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০৩:১৬
Share:

বিজেপি তথা সঙ্ঘ পরিবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে পশ্চিমবঙ্গে পথে নামার কথা ভাবছে, তখন গুজরাতে হওয়া গোষ্ঠী সংঘর্ষ নিয়ে আজ লোকসভায় সরব হল মমতার দল।

Advertisement

ক’দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিজেপির লক্ষ্য বাংলা হলে তাঁর লক্ষ্য হবে ভারত। সেই সূত্র মেনেই গুজরাতের পাটণ জেলায় হওয়া গোষ্ঠী সংঘর্ষের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। লোকসভার জিরো আওয়ারে তিনি বলেন ‘‘গত শনিবার পাটণ জেলার সুনসার ও ভাগিপাড়া গ্রামের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে দু’জন মারা গিয়েছেন। আহত হয়েছেন কুড়ি জন। ঘটনায় ১৩ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্তরা এখনও অধরা। ’’

ঘটনাচক্রে বিজেপি সভাপতি অমিত শাহ আজ গুজরাতে। আগামিকালও রাজ্যে থাকবেন তিনি। তাছাড়া চলতি বছরেই ওই রাজ্যে নির্বাচন। এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরোক্ষে কাঠগড়ায় তুলে রাজনৈতিক ভাবে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সৌগতবাবু বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে আমদাবাদ থেকে মাত্র একশো কিলোমিটার দূরে হওয়া এই ঘটনা যথেষ্ট উদ্বেগের।’’ গোষ্ঠী সংঘর্ষের সঙ্গে প্রধানমন্ত্রীকে জুড়ে দিয়ে সৌগতবাবুরা বুঝিয়ে দিয়েছেন, মমতা তথা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিজেপি সরব হলে পাল্টা আক্রমণে নামতে পিছপা হবে না তৃণমূলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement