Saket Gokhale

ইডি-র মামলায় জামিন সাকেতের

সাকেতের আইনজীবীরা জানিয়েছেন, সোমবার সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার পরে সাবরমতী জেল থেকে ছাড়া পেতে পারেন সাকেত। এর আগে এই আদালতই গত ফেব্রুয়ারিতে সাকেতের জামিন খারিজ করে দিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ০৮:৪১
Share:

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে। ফাইল চিত্র।

ইডি-র মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে। শনিবার আমদাবাদের বিশেষ আদালত সাকেতের জামিন মঞ্জুর করেছে। সাধারণ মানুষের থেকে প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা জোগাড় করে তা নয়ছয় করার অভিযোগে ইডি গত জানুয়ারি মাসে সাকেতকে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, গণতান্ত্রিক আন্দোলনের নামে টাকা সংগ্রহ করে সাকেত তা নিজের প্রয়োজনে খরচ করেছিলেন।

Advertisement

সাকেতের আইনজীবীরা জানিয়েছেন, সোমবার সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার পরে সাবরমতী জেল থেকে ছাড়া পেতে পারেন সাকেত। এর আগে এই আদালতই গত ফেব্রুয়ারিতে সাকেতের জামিন খারিজ করে দিয়েছিল।

গত ডিসেম্বরে সাকেত গোখলেকে আমদাবাদ পুলিশ গ্রেফতার করেছিল। তার পরে ইডি তাঁর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের মামলা শুরু করে।সুপ্রিম কোর্টে আগেই পুলিশের মামলায় সাকেত জামিন পেয়েছিলেন। তারও আগে সাকেতকে গুজরাত পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোরবী সফর নিয়ে ভুয়ো অভিযোগ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল। সেই মামলায় জামিন পাওয়ার পরে গুজরাত পুলিশ ফের তাঁকে আর্থিক নয়ছয় ও প্রতারণার মামলায় গ্রেফতার করেছিল। গত অগস্টে সাকেত তৃণমূলে যোগ দিয়েছিলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন