গরিব দিদির সাংসদরা কোটিপতি, বলছে সমীক্ষা

বেসরকারি নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) সম্প্রতি দেশের সব মুখ্যমন্ত্রী ও সাংসদের সম্পত্তি ও তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিয়ে সমীক্ষা চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

গরিব মুখ্যমন্ত্রীদের সারিতে তিনি দু’নম্বরে থাকতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের ধনী সাংসদদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারাই। সংসদের দুই কক্ষ মিলিয়ে পশ্চিমবঙ্গের ৫৭ জন সাংসদের মধ্যে কোটিপতি ৩৫ জন। এর মধ্যে ২৯ জনই তৃণমূলের সাংসদ।

Advertisement

বেসরকারি নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) সম্প্রতি দেশের সব মুখ্যমন্ত্রী ও সাংসদের সম্পত্তি ও তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিয়ে সমীক্ষা চালায়। দেখা যাচ্ছে ত্রিপুরার মানিক সরকারের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী। তবে মমতা গরিব হলেও, লোকসভায় তাঁর দলের অর্ধেকের বেশি সাংসদই কোটিপতি। তালিকার সব চেয়ে উপরে অভিনেতা দেব, যাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। আর সব চেয়ে কম সম্পত্তি ঝাড়গ্রামের উমা সোরনের, ৪.৯৯ লক্ষ টাকা। রাজ্যসভাতেও চিত্রটি কম-বেশি এক। তালিকায় এক নম্বরে তৃণমূল সাংসদ কে ডি সিংহ। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৮৩ কোটি টাকা। সব চেয়ে নীচে ৩.১৯ লক্ষ টাকার সম্পত্তির মালিক তৃণমূলের নাদিমুল হক। গুরুতর ফৌজদারি অভিযোগের প্রশ্নে অবশ্য এক নম্বরে কংগ্রেসের অধীর চৌধুরী। ১৬টি মামলা রয়েছে তাঁর নামে। এর পরে তৃণমূলের ইদ্রিশ আলি, ৯টি ফৌজদারি মামলায় অভিযুক্ত। এ ছাড়া ৪টি মামলা রয়েছে তাপস পালের নামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন