তৃণমূলের প্রতিনিধিরা আজ অসমে, বাধা দেবে না সরকার

তৃণমূলের এই প্রতিনিধিদের এ বার আর আটকানো হবে না বলে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মাস আগে এনআরসি-র খসড়া প্রকাশের পরে তালিকায় নাম না থাকা মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে শিলচর বিমানবন্দরেই অসম সরকারের বিরোধিতার মুখে পড়েন তৃণমূলের সাংসদ, বিধায়কেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০৩:৫৩
Share:

—ছবি পিটিআই।

অসমের তিনসুকিয়ায় বাঙালি হত্যার প্রতিবাদে আজ, রবিবার সেখানে তিন দলীয় সাংসদের এক প্রতিনিধিদল পাঠাচ্ছে তৃণমূল। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেবে ওই প্রতিনিধি দল। জানানো হবে, মমতা তাঁদের পাশে আছেন এবং থাকবেন।

Advertisement

তৃণমূলের এই প্রতিনিধিদের এ বার আর আটকানো হবে না বলে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মাস আগে এনআরসি-র খসড়া প্রকাশের পরে তালিকায় নাম না থাকা মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে শিলচর বিমানবন্দরেই অসম সরকারের বিরোধিতার মুখে পড়েন তৃণমূলের সাংসদ, বিধায়কেরা। নিরাপত্তাকর্মীদের হাতে তাঁদের রীতিমতো হেনস্থা হতে হয় বলেও অভিযোগ ওঠে। এ বার অসম প্রশাসনের তরফে জানানো হয়েছে, তৃণমূলের প্রতিনিধিদলকে ডিব্রুগড় বিমানবন্দর থেকে কড়া পুলিশি পাহারায় হত্যাকাণ্ডের ঘটনাস্থলে
নিয়ে যাওয়া হবে। অসম পুলিশের ডিজি কে এস দ্বিবেদীর বক্তব্য, ‘‘তৃণমূলের প্রতিনিধিদের অসমে আসতে দেওয়া হবে। ঘটনাস্থলেও নিয়ে যাওয়া হবে।’’

তবে শদিয়ার প্রাক্তন অসম গণ-পরিষদ বিধায়ক জগদীশ ভুঁইয়া তৃণমূলের প্রতিনিধিদের অসম-সফরের বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, ‘‘নোংরা রাজনীতি করতে ও সাম্প্রদায়িক মন্তব্য করে বিভেদ বাড়াতে এখানে আসবেন না। সত্যিকারের দুঃখের ভাগিদার হওয়ার ইচ্ছে থাকলে স্বাগত।’’

Advertisement

আলোর উৎসবের মুখে অসমের বাঙালি-হত্যায় দেশজুড়ে ‘অশনি সঙ্কেত’-এর আবহ তৈরি হয়েছে বলে শুক্রবারই অভিযোগ করেছিলেন মমতা। অসমে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে দলীয় প্রতিনিধিদের পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। দলের নেতা-কর্মীদের পথে নামিয়ে, নিজের ফেসবুক পেজ ও টুইটারের ডিপি কালো করে প্রতিবাদ জানিয়েছিলেন।

আরও পড়ুন: এক্সক্লুসিভ: অসমের পরিস্থিতি খারাপ হচ্ছে মমতার উস্কানিতেই, বললেন অনুপ চেতিয়া

সেই প্রতিবাদ জানাতে শনিবারও তৃণমূল পথে নেমেছিল। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের পাশাপাশি বাঁকুড়ায় মিছিল করে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই লড়াই বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাঙালির অস্তিত্বের।’’

রাজ্য জুড়ে এ দিন কালাদিবস পালন করে কংগ্রেস। কলকাতার রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত কংগ্রেসের মিছিল শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘এই খুনের দায় নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’’ পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলে পা মেলান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অন্য দুটি মিছিলে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও দলীয় নেতা অমিতাভ চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন