Ghaziabad

তুতো ভাইকে ফাঁসাতে নরেন্দ্র মোদীকে খুনের হুমকি

তুতো ভাই নাদিমের উপর প্রতিশোধ নিতে মহারাষ্ট্রের এক কৃষকের ফেসবুক প্রোফাইল হ্যাক করে সলমন নামে বছর উনিশের এই যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ১৪:২৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মেরে ফেলব।’

Advertisement

গুলি ডান্ডা খেলা নিয়ে বচসা তুতো ভাইয়ের সঙ্গে। তাও দু’ বছর আগে। তাঁকে ফাঁসাতে অন্যের প্রোফাইল হ্যাক করে ভাইয়ের নামে এমনটাই পোস্ট করল এক যুবক।

তুতো ভাই নাদিমের উপর প্রতিশোধ নিতে মহারাষ্ট্রের এক কৃষিজীবীর নামে ফেসবুক প্রোফাইল হ্যাক করে সলমন নামে বছর উনিশের এই যুবক। নাদিমকে ফাঁসাতে ওই কৃষকের ফেসবুক প্রোফাইলে তার ছবি বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারার হুমকি দিয়ে এমনটাই পোস্টও করল গাজিয়াবাদের লোনির ওই যুবক।

Advertisement

মহারাষ্ট্রের কৃষকের প্রোফাইল থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় শোলাপুরে পৌঁছেও গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা।গাজিয়াবাদের এসএসপি বৈভবকৃষ্ণ বলেন, সাইবার অপরাধ দমন শাখা এরপর তদন্তে নামে। জানা যায়, কৃষিজীবীর সঙ্গে ওই ঘটনার কোনও সম্পর্কই নেই।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা ওই যুবক দিল্লির পাওয়ার ব্যাঙ্ক তৈরির কারখানায় কাজ করে। পড়াশোনা দশম শ্রেণি পর্যন্ত। কৃষিজীবীর প্রোফাইল হ্যাক করে নাদিমের ছবি বসিয়ে লোনির বিধায়ক নন্দকিশোর গুজ্জরের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির কথা লেখে সে। শুধু প্রধানমন্ত্রীই নন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে মন্তব্য করেছিল সে। এই ঘটনার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় এফআইআর দায়ের করেন স্থানীয় বিজেপি কর্মী গুল্লু প্রধান।

আরও পড়ুন: ক্লাসে বসে পর্ন দেখায় ধমক, তার জেরেই আত্মঘাতী ছাত্র!

আরও পড়ুন: ‘ফিনিশ করে দিয়েছি’, শৈলজাকে খুনের পরই বান্ধবীকে ফোন মেজরের

পুলিশি জেরায় সলমন জানায়, বছর দুয়েক আগে ডান্ডা-গুলি খেলার সময় তাঁকে ও তাঁর ভাইকে মারধর করে তুতো ভাই নাদিম ও নানু ইদ্রিসি। এমনকি, মোটরসাইকেলও ছিনিয়ে নেয়। তখনই তুতো ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল সে। তা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ব্যবহারের কথা মাথায় আসে তার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement