News Of The Day

দিল্লিজয়ের পর বিজেপি মুখ্যমন্ত্রী কাকে করবে। বইমেলার শেষ দিন। বাংলাদেশের পরিস্থিতি। আর কী কী

বিজেপির দিল্লিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি, ট্রাম্পের অবৈধবাসী বিতাড়ন, বাংলাদেশের পরিস্থিতি, শীত কি এ বার বিদায় নেবে, কলকাতা বইমেলার শেষ দিন

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মুখ্যমন্ত্রী কাকে করা হবে, বিজেপির দিল্লিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি

Advertisement

দীর্ঘ প্রায় তিন দশক পরে রাজধানী দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে পূর্বতন আপ সরকার। জিততে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। কেজরী বা মণীশের রাজনৈতিক ভবিষ্যৎ কী, তা সময়ই বলবে। তার চেয়েও জরুরি প্রশ্ন, কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরীকে হারিয়ে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রবেশ সিংহ বর্মাই কি এগিয়ে? না কি বিজেপি শীর্ষ নেতৃত্বের মাথায় রয়েছে অন্য কোনও সমীকরণ? এই সব প্রশ্নের উত্তরের দিকেই নজর থাকবে আজ। তবে ভোটে বিজেপির জয়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিকে ‘দুর্নীতিমুক্ত’ করার কথা বলেছেন। একই সঙ্গে বিধানসভার প্রথম অধিবেশনেই ‘ক্যাগ’ রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্পের অবৈধবাসী বিতাড়ন এবং শুল্কযুদ্ধ কোন পথে

Advertisement

১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নেমেছিল মার্কিন সেনার বিমান। অবৈধবাসী ভারতীয়দের যে ভাবে হাতকড়া পরিয়ে সেনা বিমানে চাপিয়ে এ দেশে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাঁদের জানিয়েছে ৪৮৭ জন অবৈধবাসী ভারতীয় নাগরিককে সে দেশ থেকে ফেরত পাঠানো হবে। এই আবহে আগামী ১২ ফেব্রুয়ারি আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দেখা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, টোকিও-ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি পূরণ না হলে শুল্ক আরোপ করা হবে জাপানি পণ্যেও। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মুজিব-হাসিনার বাড়ি ভাঙচুর এবং বাংলাদেশের পরিস্থিতি

ঢাকায় ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের অন্দরেই। শেখ হাসিনার ভাষণ ছাড়াও এই তাণ্ডবের ঘটনায় দেশেরই একাংশের ইন্ধন থাকতে পারে বলে সন্দেহ করছে বিএনপি। তাদের বক্তব্য, এ সবের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। ধানমন্ডির ঘটনার রেশ বাংলাদেশের অন্য প্রান্তেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতেও হামলা চলে। তখন স্থানীয় কিছু মানুষ হামলাকারীদের কয়েক জনকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় অন্তত ১৫ জন আহত হন এবং পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। ‘প্রথম আলো’ অনুসারে, শনিবার গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জড়িত পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চলেছে বলেও অভিযোগ উঠেছে। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

আবার ফিরছে গরম! শীত কি এ বার বিদায় নেবে

মাঘের শেষ বেলায় হালকা শীতের আমেজ রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই আমেজ থাকবে আর দু’দিন। তার পরেই চড়তে পারে পারদ। তবে ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসে আবার ফিরতে পারে ঠান্ডার আমেজ। তার পরেই এ মরসুমের মতো শীত বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে। রাজ্যের বিভিন্ন জেলা কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে।

কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিন

আজ ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিন। ২৮ জানুয়ারি শুরু হওয়া মেলা শেষ হবে আজ রাত ৮টায়। সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত শেষ দিনে বই প্রেমীদের ভালই সমাগম হতে পারে বলে মনে করছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এ বার বইমেলার থিম ছিল জার্মানি। বাংলাদেশ এ বারের বইমেলায় অংশ না-নেওয়ায় বিতর্কও দাঁনা বেঁধেছিল। এ ছাড়াও এপিডিআর এবং বিশ্ব হিন্দু পরিষদকে স্টল না-দেওয়ার বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে সব বির্তককে পিছনে ফেলে আজ শেষ হচ্ছে এ বারের কলকাতা বইমেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement