News Of The Day

বিহারে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ। টেলি অ‍্যাওয়ার্ডে মুখ্যমন্ত্রী। নজরে শুভমন। আর কী কী নজরে

মুখ্যমন্ত্রী হিসাবে শেষ পর্যন্ত নীতীশ কুমারের উপরই ভরসা রেখেছে এনডিএ। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির সম্রাট চৌধরি এবং বিজয় সিন্‌হাও শপথ নেবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০৭:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? সেই জল্পনার অবসান। শেষ পর্যন্ত নীতীশ কুমারের উপরই ভরসা রেখেছে এনডিএ। শুধু তা-ই নয়, বুধবার তাঁকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসাবেও বেছে নেওয়া হয়েছে। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ। আজ আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। শুধু তিনি একা নন, উপমুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির সম্রাট চৌধরি এবং বিজয় সিন্‌হাও শপথ নেবেন। তাঁরা ছা়ড়া আর কে কে শপথ নেন, নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে।

আজ ‘টেলি অ‍্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা এলাকার ধনধান‍্য প্রেক্ষাগৃহে আজ এই অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টেয় মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন।

Advertisement

দ্বিতীয় টেস্ট খেলার জন্য গুয়াহাটি পৌঁছে গিয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দল। ঘাড়ে চোট পাওয়া শুভমন গিল দলের সঙ্গেই রয়েছেন। তাঁর খেলা এখনও অনিশ্চিত। খেলতে পারবেন কি না, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। চোট সমস্যায় রয়েছে দক্ষিণ আফ্রিকাও। কাগিসো রাবাডা চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত। তার উপর ইডেন টেস্টের নায়ক সাইমন হারমার চোট পেয়েছেন। শনিবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে দুই দলের সব খবর।

ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে আইএসএল। ভারতের এক নম্বর ফুটবল প্রতিযোগিতা আদৌ হবে কি না, তা নিয়ে জটিলতা বাড়ছে। কোনও সমাধান সূত্র খুঁজে পাচ্ছে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আইএসএল আয়োজন করতে ইচ্ছুক যারা, তাদের থেকে দরপত্র চেয়েছিল ফেডারেশন। কিন্তু কেউ আগ্রহ দেখায়নি। এই নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি। থাকছে সব খবর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। যার জেরে আগামী কয়েক দিনে বেশ খানিকটা বেড়ে যাবে রাতের তাপমাত্রা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর। তার পরের কয়েক দিনেও তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে শুক্র ও শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হবে দার্জিলিঙেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement