গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মহারাষ্ট্রের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ‘ধর্ষক’ পুলিশের সাব ইনস্পেক্টরও গ্রেফতার হয়েছেন। আত্মঘাতী হওয়ার আগে নিজের হাতের তালুতে দু’জনের নাম লিখে রেখে যান ওই চিকিৎসক। তাঁর অভিযোগ, এসআই পদমর্যাদার এক পুলিশ আধিকারিক তাঁকে চার বার ধর্ষণ করেছেন। এ ছাড়া, বাড়িওয়ালার পুত্র টানা পাঁচ মাস ধরে শারীরিক এবং মানসিক ভাবে তাঁকে হেনস্থা করেছেন। সেই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না, শনিবার স্পষ্ট করে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। এই ঘটনার তদন্ত কোন দিকে গড়ায়, নজর থাকবে সে দিকে আজ।
পার্ক স্ট্রিটের হোটেলের ঘরে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এখনও অধরা তাঁর দুই সঙ্গী। তবে তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। কেন ওই তিন যুবক হোটেলে ঘর ভাড়া করেছিলেন? কোন সূত্রে তিন জনের আলাপ? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আজ এই সংক্রান্ত খবরে দিকে নজর থাকবে।
অক্টোবর মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে ‘মন কি বাত’ শোনাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরাত্রি, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং দীপাবলি উৎসব শেষ। এখন উত্তর ভারতের বড় উৎসব ছটপুজো সোমবার থেকে। আর বিহারের এই সময় চলছে বিধানসভা নির্বাচনের প্রচার যুদ্ধ। তাই মনে করা হচ্ছে, আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠান জুড়ে প্রধানমন্ত্রী বার্তা দিতে পারেন বিহারের ভোটারদের। যদিও, বিহারের বিভিন্ন বিধানসভা এলাকায় গিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন মোদী। কিন্তু মন কি বাতের মঞ্চকে আবারও তিনি বিহারের কথা মাথায় রেখেই বক্তৃতা করতে পারেন বলেই মনে করা হচ্ছে।
রোহিত শর্মা, বিরাট কোহলির হাত ধরে মনমরা ভারত কিছুটা চাঙ্গা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে শতরান করেছেন রোহিত। অপরাজিত ৭৪ রান করেছেন কোহলি। এই দু’জনের ব্যাটে শেষ ম্যাচ জিতে চুনকাম হওয়ার লজ্জা থেকে বেঁচেছে ভারত। আপাতত ছুটি রো-কো’র। আবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলবেন তাঁরা। শুভমন গিলেরা তৈরি হবেন টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য। ভারতীয় দলের সব খবর।
রঞ্জি ট্রফিতে দ্বিতীয় ম্যাচে শুরুটা খুব একটা ভাল হল না বাংলার। গুজরাতের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলা ৭ উইকেটে ২৪৪ রান তুলেছে। সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল এবং সুমন্ত গুপ্ত অর্ধশতরান করেছেন। বাকিরা কেউ রান পাননি। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯টা থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
শনিবার ভোরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমে তা শক্তি বৃদ্ধি করছে। আজ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার দক্ষিণ-পশ্চিম এবং মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
মহিলাদের বিশ্বকাপে আজ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। বিপক্ষে বাংলাদেশ। ৩০ অক্টোবর সেমিফাইনালের আগে প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ হরমনপ্রীত কৌরের দলের সামনে। খেলা শুরু বিকেল ৩টে থেকে। তার আগে রয়েছে ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ। এই ম্যাচ সকাল ১১টা থেকে। ইংল্যান্ডও শেষ চারে আগেই উঠে গিয়েছে। তাদের সেমিফাইনাল ম্যাচ ২৯ অক্টোবর। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।