হুরিয়তের ডাক নিয়ে জলঘোলা

তাঁদের ডাকা ধর্মঘট-আন্দোলন আর অশান্তির জেরে গত পাঁচ মাসে ভাল রকম ধাক্কা খেয়েছে ভূস্বর্গের পর্যটন শিল্প। ধুঁকতে থাকা সেই শিল্পকে টেনে তুলতে এখন সচেষ্ট উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতারাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০১:২৮
Share:

তাঁদের ডাকা ধর্মঘট-আন্দোলন আর অশান্তির জেরে গত পাঁচ মাসে ভাল রকম ধাক্কা খেয়েছে ভূস্বর্গের পর্যটন শিল্প। ধুঁকতে থাকা সেই শিল্পকে টেনে তুলতে এখন সচেষ্ট উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতারাই। কাল রীতিমতো বিবৃতি জারি করে দেশ-বিদেশের পর্যটকদের কাশ্মীরে আসার অনুরোধ জানিয়েছেন হুরিয়ত কনফারেন্স আর জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-এর নেতারা। কেন্দ্রের পর্যটন প্রতিমন্ত্রী যখন বিচ্ছিন্নতাবাদী নেতাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছেন, তখনই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছেন।

Advertisement

কাল সইদ আলি শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক, ইয়াসিন মালিকের মতো নেতারা একত্র হয়ে বিবৃতি জারি করে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আবেদন জানিয়ে বলেছিলেন, ‘‘দয়া করে আপনারা সকলে কাশ্মীরে আসুন। এখানকার আতিথেয়তা ও সৌন্দর্য উপভোগ করুন।’’ তীর্থযাত্রীদের প্রতিও বিশেষ আবেদন রেখেছেন তাঁরা।

দিল্লিতে বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা বলেছেন, ‘‘যাঁরা পর্যটন শিল্পের উন্নয়নকে সমর্থন করছেন, তাঁদের সেলাম জানাই। ভূস্বর্গের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে যে ভাবে সাহায্য করা দরকার, কেন্দ্র করবে।’’ কিন্তু বিজেপি নেতা রাম মাধবের বক্তব্য, ‘‘ওরা (বিচ্ছিন্নতাবাদীরা) বানান ভুল করে ফেলেছে। ‘টেররিস্ট’দের আমন্ত্রণ জানাতে গিয়ে ‘টুরিস্ট’ শব্দটি লিখে ফেলেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement