Snore

ট্রেনে নাক ডাকছিলেন যাত্রী, কী শাস্তি হল জানেন!

এক যাত্রীর নাক ডাকার বিকট শব্দে ঘুম ছুটেছিল ট্রেনের থার্ড এসি কোচের বাকি যাত্রীদের। বেশ কিছু ক্ষণ চেষ্টার পর বাধ্য হয়েই একজোটে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন কয়েক জন যাত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৩
Share:

অলঙ্করণ: শৌভিক দেবনাথ।

দূরপাল্লার ট্রেনের সফরে কত রকম অভিজ্ঞতাই না হয়! তবে এমন ঘটনার কথা সচরাচর শোনা যায় না।

Advertisement

এক যাত্রীর নাক ডাকার বিকট শব্দে ঘুম ছুটেছিল ট্রেনের থার্ড এসি কোচের বাকি যাত্রীদের। বেশ কিছু ক্ষণ চেষ্টার পর বাধ্য হয়েই একজোটে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন কয়েক জন যাত্রী।

যেমন ভাবা তেমন কাজ। যাঁর নাক ডাকার শব্দে বিপত্তি, সেই যাত্রীকে ডেকে তুলে অভিযোগ জানান বাকি যাত্রীরা। পাল্টা তর্ক জুড়ে দেন ওই যাত্রীটিও। কিন্তু শেষমেশ চাপে পড়ে মেনে নেন বাকি যাত্রীদের দেওয়া ‘শাস্তি’।

Advertisement

কী সেই শাস্তি? বাকি রাতটুকু জেগেই কাটাকে হবে তাঁকে। ঘুমিয়ে পড়লে চলবে না। ঘুমিয়ে পড়লে কেউ না কেউ ডেকে তুলে দেবে তাঁকে।

আরও পড়ুন: প্রেমদিবসে কুকুর-গাধার বিয়ে!

গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে এলটিটি-দ্বারভাঙ্গা পবন এক্সপ্রেসে। যাঁর নাক ডাকা নিয়ে এত কাণ্ড সেই যাত্রীর নাম রামচন্দ্র। ‘শাস্তি’ হিসেবে তাঁকে বাকি রাতটুকু জেগেই কাটাতে হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন পশ্চিম মধ্য রেলের জব্বলপুর ডিভিশনের প্রধান টিকেট পরীক্ষক গণেশ এস বিরহা। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান, গত বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ জব্বলপুর থেকে টিকিট পরীক্ষকের দায়িত্ব নিয়ে এই কোচে উঠে এই ঘটনার কথা জানতে পারেন। তিনি আরও জানান, সহযাত্রীদের থেকে নাক ডাকার সাজা পেয়েও রামচন্দ্র কারও বিরুদ্ধেই কোনও অভিযোগ জানাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement