বাস নিয়ে ক্ষোভ হাফলঙে

অসম রাজ্যিক পরিবহণ নিগমের বাস পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ডিমা হাসাও জেলার মানুষ। অভিযোগ, পাহাড়ি জেলায় নিগমের পরিষেবা ঠিকমতো মিলছে না। হাফলংয়ে অসম রাজ্যিক পরিবহণ নিগম (এএসটিসি)-র অফিস কার্যত হানাবাড়ি। অফিসের চারদিক আগাছায় ঢাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০৩:৫৯
Share:

অসম রাজ্যিক পরিবহণ নিগমের বাস পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ডিমা হাসাও জেলার মানুষ। অভিযোগ, পাহাড়ি জেলায় নিগমের পরিষেবা ঠিকমতো মিলছে না। হাফলংয়ে অসম রাজ্যিক পরিবহণ নিগম (এএসটিসি)-র অফিস কার্যত হানাবাড়ি। অফিসের চারদিক আগাছায় ঢাকা। ভবনটির জানলা-দরজাও জীর্ণ। যাত্রীদের প্রতীক্ষালয়ে বসার আসন উধাও। নেই শৌচালয়, পানীয় জল, টিকিট কাউন্টার। অফিসের সামনে একটি পানের দোকানে বাসের টিকিট মেলে!

Advertisement

অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল পরিবহণ নিগমের ওই অফিসে নেই কোনও কর্মীও। কিন্তু প্রশাসন সব জেনেও নির্বিকার। প্রশাসনিক সূত্রে খবর, এখন হাফলং-গুয়াহাটির মধ্যে নিগমের মাত্র একটি বাস চলাচল করে। তবে হাফলং-লামডিংয়ের মধ্যে বাস পরিষেবা আপাতত বন্ধ। জানা গিয়েছে, আগে অসম রাজ্যিক পরিবহণ নিগমের বাস চলত হাফলং-শিলচর, হাফলং-হাজাডিসা, হাফলং-নগাঁওয়ের মধ্যেও। কিন্তু ধীরে ধীরে সে সব বাস বন্ধ হয়ে যায়।

অভিযোগ, ডিমা হাসাও জেলার জন্য নতুন কোনও বাস বরাদ্দ না করার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত ১০ বছর বিধায়ক গোবিন্দ চন্দ্র লাংথাসা অসম রাজ্যিক পরিবহন নিগমের অধ্যক্ষ থাকলেও, দেলায় ওই সংস্থার বাস পরিষেবা নিয়ে তিনি কোন পদক্ষেপ করেননি বলেও অভিযোগ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ব্যক্তিগত মালিকানাধীন বাসে হাফলং থেকে গুয়াহাটি যেতে ৪৯৫ টাকা ভাড়া লাগে। সেখানে সরকারি বাসে তার পরিমাণ ২৬০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement