Pakistani Spy Link

সমাজমাধ্যম প্রভাবী থেকে শুরু করে ছাত্র, ব্যবসায়ী! পাকিস্তানি গুপ্তচর সংস্থা-যোগে অভিযুক্ত আট ভারতীয়, টোপ মূলত দু’টি

পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ এবং সংবেদনশীল তথ্যপাচারের অভিযোগে গত কয়েক দিনে অন্তত আট জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি ছাড়াও রয়েছেন ব্যবসায়ী, নিরাপত্তাকর্মী, এমনকি এক কলেজপড়ুয়াও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৮:২৯
Share:

পাকিস্তানি গুপ্তচরদের সাহায্যের অভিযোগে ধৃতেরা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্রার সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ কতটা নিবিড় হয়ে উঠেছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। হরিয়ানা পুলিশ জানিয়েছে, পাক গুপ্তচরেরা জ্যোতিকে নিজেদের ‘অ্যাসেট’ হিসাবে তৈরি করতে চাইছিলেন। তবে শুধু জ্যোতিই নন, পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে সাহায্যের অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তেরা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। যেমন জ্যোতি সমাজমাধ্যম প্রভাবী। কেউ রয়েছেন ব্যবসায়ী, আবার কেউ বেসরকারি নিরাপত্তাকর্মী। তাঁদের থেকে তথ্য সংগ্রহের জন্য মূলত দু’টি বিষয়কে টোপ হিসাবে ব্যবহার করত পাকিস্তানি গুপ্তচরেরা— খ্যাতি এবং টাকা।

Advertisement

অভিযুক্তদের মধ্যে বেশির ভাগই অল্পবয়সি। হরিয়ানার জ্যোতি ৩৩ বছর বয়সি সমাজমাধ্যম প্রভাবী। ভ্রমণ সংক্রান্ত ভিডিয়ো নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতেন তিনি। জ্যোতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রসঙ্গে রবিবার হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানিয়েছেন, ‘আধুনিক যুদ্ধ’ সবসময় সীমান্তে লড়া হয় না। সমাজমাধ্যম প্রভাবীদের ব্যবহার করে নিজেদের একপেশে গল্প তুলে ধরার চেষ্টা করা হয়। পাকিস্তানি গুপ্তচরেরা সম্প্রতি নিজেদের কাজের জন্য সমাজমাধ্যম প্রভাবীদের ব্যবহার করার চেষ্টা শুরু করেছে। ‘শেয়ার’, ‘ভিউ’ এবং ‘লাইক’ পাওয়ার প্রলোভনে এই ফাঁদে পড়ে যান সমাজমাধ্যম প্রভাবীরা। এ ক্ষেত্রেও তেমনই চেষ্টা চলছিল এবং ভারতের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি হরিয়ানার কৈথল থেকে গ্রেফতার হন ২৫ বছর বয়সি দেবেন্দ্র সিংহ ঢিল্লোঁ। দেবেন্দ্র পঞ্জাবের পটিয়ালার এক কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছিলেন। অন্য একটি মামলায় তাঁকে পুলিশ গ্রেফতার করেছিল। তবে তদন্তে উঠে এসেছে গত বছরের নভেম্বরে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেই সময়েই পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। অভিযুক্ত জেরায় স্বীকার করেছেন যে তিনি পটিয়ালার সেনাছাউনির বাইরে থেকে তোলা কিছু ছবি পাক গুপ্তচর সংস্থার আধিকারিকদের দিয়েছিলেন।

Advertisement

হরিয়ানার ২৪ বছর বয়সি এক তরুণকেও কয়েক দিন আগে পানীপত থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত নুমান ইলাহি বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসাবে কর্মরত ছিলেন। গোয়েন্দা সূত্রে খবর, নুমানের সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল। পাকিস্তানকে তথ্যপাচারের বদলে নুমান টাকা পেতেন বলে পুলিশ জানিয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা নুমানের এক আত্মীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হত পাকিস্তান থেকে। পাকিস্তানকে তথ্যপাচারের অভিযোগে সম্প্রতি হরিয়ানার নূহ এলাকা থেকেও ২৩ বছর বয়সি এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবারই উত্তরপ্রদেশের ‘স্পেশাল টাস্ক ফোর্স’-এর (এসটিএফ) হাতে গ্রেফতার হয়েছেন শাহজ়াদ নামে এক তরুণ। শাহজ়াদ পেশায় ব্যবসায়ী। তবে পুলিশ সূত্রে খবর, শাহজ়াদ একাধিক বার পাকিস্তানে গিয়েছিলেন। আইএসআই-এর মদতেই তিনি সীমান্ত পেরিয়ে নানা জিনিস চোরাচালান করতেন। চোরাচালানের কারবারের আড়ালে চরবৃত্তি চলত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পাকিস্তানকে তথ্যপাচারের অভিযোগে সম্প্রতি গুজরাতের জলন্ধর থেকে মুহাম্মদ মুর্তাজ়া আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনিও পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্যপাচার করছিলেন বলে অভিযোগ। এ ছাড়া পঞ্জাব থেকেও গজ়ল এবং ইয়ামিন মহম্মদ নামে দু’জকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার হরিয়ানার হিসারের পুলিশ সুপার জানিয়েছেন, জ্যোতি ছাড়া আরও কয়েক জনের সঙ্গে পাকিস্তানি আধিকারিকদের যোগাযোগ ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে সেই নামগুলি প্রকাশ্যে আনেনি পুলিশ। জ্যোতি ছাড়া আর কে কে পাকিস্তানিদের কাছে তথ্যপাচার করতেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে অনুমান পুলিশের। এরই মধ্যে ওড়িশা পুলিশের পৃথক একটি অনুসন্ধানে পুরীর এক সমাজমাধ্যম প্রভাবীর কথাও উঠে এসেছে বলে সূত্রের খবর। পুরীর ওই সমাজমাধ্যম প্রভাবীর সঙ্গে পরিচয় ছিল জ্যোতির। ওই তরুণীরও পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement