ঝাড়খণ্ডে বাবার কাঁধে মৃত ছেলে

পেশায় কৃষক করণ সিংহের অভিযোগ, মৃত ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স চেয়ে তিনি পাননি। হাসপাতাল কর্তৃপক্ষও কোনও ব্যবস্থা করেননি। বাধ্য হয়েই ছেলেকে কাঁধে ফেলে রওনা দেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচী শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ০৯:৫০
Share:

উপায়হীন: মৃত পুত্র কাঁধে গ্রামের পথে মা-বাবা। নিজস্ব চিত্র।

হাসপাতালে অ্যাম্বুল্যান্স না পেয়ে মৃত সন্তানকে কাঁধে চাপিয়েই বাড়ির পথে, গ্রামের দিকে রওনা দিলেন আদিবাসী বাবা। এমন দৃশ্যের সাক্ষী থাকল গুমলা সদর। পুলিশ জানিয়েছে, গুমলার বসিয়া গ্রামের বাসিন্দা করণ সিংহের আট বছরের ছেলে সুমনের ম্যালেরিয়া হয়েছিল। প্রথমে স্থানীয় চিকিৎসকদের দেখানোর পরেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জেলার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গত কাল সুমনের মৃত্যু হয়।

Advertisement

পেশায় কৃষক করণ সিংহের অভিযোগ, মৃত ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স চেয়ে তিনি পাননি। হাসপাতাল কর্তৃপক্ষও কোনও ব্যবস্থা করেননি। বাধ্য হয়েই ছেলেকে কাঁধে ফেলে রওনা দেন তিনি। মৃত ছেলেকে পিঠে করে নিয়ে যাওয়ার ছবি কিছু স্থানীয় মানুষ তুলে তা সোশ্যাল মিডিয়ায় তুলে দেন। সেই ছবি দ্রুত ছড়িয়ে যায়। প্রতিবাদের ঝড় ওঠে।

যদিও গুমলার সিভিল সার্জেন জেপি সিংহের দাবি, ‘‘হাসপাতালে অ্যাম্বুল্যান্স ছিল। কিন্তু ওই ব্যক্তি ছেলের মৃত্যুর পরে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই ছেলেকে কাঁধে নিয়ে তড়িঘড়ি রওনা দেন। আমরা বিষয়টি জানতেই পারিনি।’’ মুখ্যমন্ত্রী রঘুবর দাস অবশ্য পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন