ফাঁসি নয়, সরব জোট

রাজনৈতিক বিরোধিতা ভুলে বিতর্কিত একটি সিদ্ধান্তে ঐকমত্য হল ত্রিপুরা বিধানসভায়। আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে সর্বসম্মত ভাবে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডে বিপক্ষেই মত দিলেন দু’পক্ষের জনপ্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০২:৫৭
Share:

রাজনৈতিক বিরোধিতা ভুলে বিতর্কিত একটি সিদ্ধান্তে ঐকমত্য হল ত্রিপুরা বিধানসভায়। আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে সর্বসম্মত ভাবে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডে বিপক্ষেই মত দিলেন দু’পক্ষের জনপ্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

কংগ্রেস বিধায়ক জিতেন সরকার এ সংক্রান্ত প্রস্তাব পেশ করেছিলেন। তাঁকে সমর্থন করেন রাজ্যের আইনমন্ত্রী তপন চক্রবর্তী। তিনি জানিয়ে দেন, শাসক দলও এই প্রস্তাবের সমর্থন করে। মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ‘‘সাজাপ্রাপ্ত আসামির সংশোধন হয়েছে কি না, তা সাধারণ মানুষের জানার উপায় নেই।’’ মৃত্যুদণ্ডের বিরুদ্ধেই মতপ্রকাশ করেন তিনি। তাঁর ব্যাখ্যা, ‘‘কাউকে খুন করা অপরাধ। হত্যাকারীকে রাষ্ট্রযন্ত্র হত্যা করে ন্যায় প্রতিষ্ঠা করবে, এটা তা হলে স্ব-বিরোধিতার নামান্তর।’’ মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাবাসের পক্ষেই তিনি সওয়াল করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement