যমজ বর যমজ কনে, যমজ অতিথি থেকে ফ্লাওয়ার গার্লরাও

দুই বর আর দুই কনে। তাঁদের নামটাই যা আলাদা। বাকি সবই এক। শুধু তাঁরা নয়। উপস্থিত সকলেই যেন ডাবল। বর-কনে যেমন ডাবল। ফ্লাওয়ার গার্লরাও ডাবল। যমজ। এমন বিয়ে দেখেছেন কখনও?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ১৭:১৯
Share:

যমজ বর-কনের পাশে দাঁড়িয়ে যমজ ফ্লাওয়ার গার্ল এবং পেজ বয়। ছবি: টুইটার।

দুই বর আর দুই কনে। তাঁদের নামটাই যা আলাদা। বাকি সবই এক। শুধু তাঁরা নয়। উপস্থিত সকলেই যেন ডাবল। বর-কনে যেমন ডাবল। ফ্লাওয়ার গার্লরাও ডাবল। বাদ যায়নি অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতকার এবং আমন্ত্রিত অতিথিরাও। সবাই এখানে ডাবল-ডাবল! ক্লোন নয়-মানুষই। যমজ। এমন বিয়ে দেখেছেন কখনও?

Advertisement

কেরলের ইদুক্কিতে এমন বিয়েই হল। বলিউডের কোনও ফিল্মের স্ক্রিপ্ট নয়, নিখাদ বাস্তব। যে বিয়েতে সবাই যমজ! এমনকী বেছে বেছে নিমন্ত্রণ করা হয়েছিল যমজ অতিথিদেরও। আর যাঁরা গান গাইছিলেন, তাঁরাও যমজ।

কনে হল দুই যমজ বোন-রিমা এবং রিনা। তাঁদের বিয়ে হল যমজ ভাই দিলরাজ এবং দিলকেরের সঙ্গে। বুধবার ইদুক্কির সেন্ট জেভিয়ার্স চার্চে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। তবে খাবার কিন্তু একবারই। বিয়ের ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখলে আনন্দও ডাবল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement