Gujarat Murder

মায়ের প্রেমিককে ছুরি দিয়ে ফালাফালা করলেন দুই ভাই, নাড়িভুঁড়ি ছিঁড়ে ছুড়ে দিলেন শূন্যে!

গুজরাতের এক বিধবা মহিলা গত ১৫ বছর ধরে এক ব্যক্তির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন। তাঁর দুই পুত্র ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করেছেন। পেট কেটে বার করেছেন নাড়িভুঁড়ি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৪:০৪
Share:

গুজরাতে মায়ের প্রেমিককে খুন করার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মায়ের প্রেমিককে খুনের অভিযোগে গ্রেফতার করা হল দুই ভাইকে। তাঁরা ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন। প্রকাশ্যে তাঁর নাড়িভুঁড়ি ছিঁড়ে বার করে শূন্যে ছুড়ে দেন। গ্রামবাসীরা অনেকেই সেই দৃশ্য দেখেছেন। মোবাইলের লোকেশনের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ।

Advertisement

গুজরাতের গান্ধীনগরের ঘটনা। অভিযুক্তেরা হলেন সঞ্জয় এবং জয়েশ ঠাকর। গত ১৫ বছর ধরে তাঁদের মায়ের সঙ্গে এক ব্যক্তি বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। রতনজি ঠাকর নামের ওই ব্যক্তির উপরে প্রথম থেকেই ক্ষোভ ছিল দুই ভাইয়ের। তাঁদের মা বিধবা। দুই ভাই মনে করতেন, অন্য এক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মৃত বাবার স্মৃতিকে অসম্মান করেছেন মা। তাঁর প্রেমিককে বার বার সতর্কও করা হত।

পুলিশ সূত্রে খবর, গ্রামে একটি বাড়ি তৈরির কাজ করছিলেন রতনজি। রবিবার সেখানেই তাঁর উপর চড়াও হন দুই ভাই। তাঁদের কাছে ছিল ধারালো ছুরি এবং লোহার রড। প্রথমে ওই ব্যক্তিকে তাঁরা মারধর করেন। তার পর ছুরি দিয়ে একাধিক বার কোপ মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যক্তির পেট কেটে নাড়িভুঁড়ি বার করে আনেন অভিযুক্তেরা, তা শূন্যে ছুড়ে উল্লাস করেন। তার পর বাইকে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Advertisement

খবর পেয়ে পুলিশ আসে এবং দেহ উদ্ধার করে। অভিযুক্তদের মোবাইলের লোকেশন দেখে তাঁদের খুঁজে বার করেন তদন্তকারীরা। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী অফিসার উন্নতি পটেল জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে দীর্ঘ দিন ধরেই ঝামেলা চলছিল দুই ভাইয়ের। গ্রামের লোকেদের হস্তক্ষেপেও তা মেটেনি। দু’জনের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement