জম্মু-কাশ্মীরের সোপিয়ানে অস্ত্রশস্ত্র-সহ গ্রেফতার দুই। ছবি: এএনআই।
জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা এবং সিআরপিএফের যৌথ অভিযানে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা জঙ্গিদের সহযোগী বলে অভিযোগ। তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। মিলেছে পিস্তল, গ্রেনেডের মতো অস্ত্র। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। সোমবার সকালে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের ডিকে পোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেল্সের বিশেষ দল। তাদের সঙ্গে ছিলেন সিআরপিএফের জওয়ানেরাও। গোপন সূত্রে খবর মিলেছিল, ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে। সেই অনুযায়ী এলাকা ঘিরে ফেলে বাহিনী। অস্ত্রশস্ত্র-সহ দু’জন ধরা পড়েন। তবে সোপিয়ান পুলিশ জানিয়েছে, এই দু’জনই জঙ্গিদের কাজে সহায়তা করতেন।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি পিস্তল, ৪৩টি গুলি, চারটি গ্রেনেড। এ ছাড়াও বেশ কিছু বেআইনি জিনিস তাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। অস্ত্রশস্ত্র এবং ধৃতদের ছবি প্রকাশ করা হয়েছে। তদন্ত চলছে। কোন জঙ্গিদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল, কী ভাবে যোগাযোগ রাখতেন, পুলিশ খতিয়ে দেখছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের গোপন ডেরার খোঁজ মিলতে পারে বলেও তদন্তকারীদের অনুমান।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যুর পর থেকেই কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর তৎপরতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। পহেলগাঁও কাণ্ডের সঙ্গে জড়িত কোনও জঙ্গিকে এখনও গ্রেফতার করা যায়নি। তাঁদের খোঁজে উপত্যকা জুড়ে চিরুনিতল্লাশি চলছে। জম্মু-কাশ্মীর পুলিশের পাশাপাশি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনীও। এর আগেও জঙ্গিদের কয়েক জন সহযোগীর খোঁজ পেয়েছিল পুলিশ। তাঁরা ধরাও পড়েন। কিন্তু মূল অভিযুক্তেরা এখনও অধরা।