Gangster Arrest in USA

ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ দুই গ্যাংস্টার ধৃত আমেরিকায়! নিয়ে আসা হচ্ছে দেশে, বিদেশে বসে দেশের মাটিতে অপরাধচক্র চালাত

গোয়েন্দা সূত্রে খবর, বেঙ্কটেশ এবং ভানু দু’জনেই আমেরিকায় বসে ভারতের মাটিতে অপরাধের নেটওয়ার্ক চালাতেন। তাঁদের অনেক দিন ধরেই তল্লাশি চালানো হচ্ছিল। জর্জিয়ায় তাঁদের হদিস পান গোয়েন্দারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১১:০০
Share:

(বাঁ দিকে) ধৃত গ্যাংস্টার বেঙ্কটেশ। (ডান দিকে) গ্যাংস্টার ভানু। ছবি: সংগৃহীত।

‘মোস্ট ওয়ান্টেড’ দুই গ্যাংস্টারকে আমেরিকা থেকে গ্রেফতার করলেন ভারতের গোয়েন্দারা এবং হরিয়ানা পুলিশ। দু’জনকেই জর্জিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ধৃতেরা হলেন বেঙ্কটেশ গর্গ এবং ভানু রানা। ‘মোস্ট ওয়ান্টেড’ দুই গ্যাংস্টারকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে প্রায় ৩০ জন ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার বিদেশে লুকিয়ে রয়েছে বলে সূত্রের খবর। তাদেরও গ্রেফতারির প্রক্রিয়া চলছে।

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর, বেঙ্কটেশ এবং ভানু দু’জনেই আমেরিকায় বসে ভারতের মাটিতে অপরাধের নেটওয়ার্ক চালাতেন। তাঁদের অনেক দিন ধরেই তল্লাশি চালানো হচ্ছিল। জর্জিয়ায় তাঁদের হদিস পান গোয়েন্দারা। তার পরই দুই গ্যাংস্টারকে গ্রেফতারির প্রস্তুতি নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, বেঙ্কটেশ হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা। বর্তমানে জর্জিয়ায় থাকে। তাঁর বিরুদ্ধে ভারতে ১০টির বেশি অপরাধের মামলা ঝুলছে। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’।

পুলিশ জানিয়েছে, বিদেশের মাটিতে বসেই দিল্লি, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে অপরাধের বড় নেটওয়ার্ক চালাচ্ছিলেন বেঙ্কটেশ। তাঁর বিরুদ্ধে হরিয়ানার গুরুগ্রামে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র এক নেতাকে খুনের অভিযোগ রয়েছে। সেই ঘটনার পরই জর্জিয়ায় পালিয়ে যান বেঙ্কটেশ। পুলিশ সূত্রে খবর, জর্জিয়ায় বসে আর এক গ্যাংস্টার কপিল সাঙ্গওয়ানের সঙ্গে তোলাবাজির চক্র চালাচ্ছিলেন বেঙ্কটেশ। গত অক্টোবরে সাঙ্গওয়ান গ্যাংয়ের চার শুটারকে দিল্লি পুলিশ গ্রেফতার করে।

Advertisement

অন্য দিকে, আরও এক গ্যাংস্টার ভানুকেও আমেরিকা থেকে গ্রেফতার করেছেন ভারতের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে ভানুর। হরিয়ানার কারনালের বাসিন্দা ভানু। দেশে এবং বিদেশের মাটিতে অপরাধের চক্র চালাতেন তিনি। ভানুর বিরুদ্ধে বহু অপরাধের অভিযোগ রয়েছে ভারতে। আমেরিকায় বসে হরিয়ানা, পঞ্জাব এবং দিল্লিতে অপরাধের নেটওয়ার্ক চালাতেন তিনি। পঞ্জাবে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলেন ভানু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement