পুলিশের হাতে ধরা পড়ল দুই কেএলও জঙ্গি। কোকরাঝাড়ের ঘটনা। পুলিশ জানায়, থুরিবাড়ি ও শিলিপোতা গ্রাম থেকে ওই দু’জনকে ধরা হয়েছে। অভিযোগ, তারা তোলাবাজি ও জঙ্গি নিয়োগে জড়িত ছিল। পুলিশ জানিয়েছে, ধৃত ওই জঙ্গিদের কাছ থেকে দু’টি রাইফেল, দু’টি গ্রেনেড, দু’টি মোবাইল ফোন মিলেছে।