সংক্রমণে ৭ দিনে দু’টি বাঘের মৃত্যু

চিড়িয়াখানার ডিরেক্টর বিপুল চক্রবর্তী জানান, গত কয়েক দিন ধরে ‘বেবিসিওসিস’ নামে এক ধরনের সংক্রমণে ভুগছিল অহানা ও ওই শাবকটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচী শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০১:৫৮
Share:

প্রতীকী ছবি।

রক্তে পরজীবী সংক্রমণে সাত দিনের ব্যবধানে দু’টি বাঘের মৃত্যু হল জামশেদপুরের টাটা স্টিল জুওলজিক্যাল পার্কে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার রাতে সাড়ে তিন বছরের বাঘিনী ‘অহানা’ মারা গিয়েছে। তার দিন সাতেক আগেই এখানেই মারা যায় সাড়ে সাত মাসের এক স্ত্রী-শাবক। ডোনা নামে এক বাঘিনী এক সঙ্গে তিনটি স্ত্রী-শাবকের জন্ম দেয়। শাবকটি তারই একটি। কয়েকদিনের ব্যবধানে এই দুই বাঘিনীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চিড়িয়াখানায়। এখন বাকি চারটি বাঘকে এই সংক্রমণ থেকে বাঁচাতে শুরু হয়েছে তৎপরতা।

Advertisement

চিড়িয়াখানার ডিরেক্টর বিপুল চক্রবর্তী জানান, গত কয়েক দিন ধরে ‘বেবিসিওসিস’ নামে এক ধরনের সংক্রমণে ভুগছিল অহানা ও ওই শাবকটি। তাঁর বক্তব্য, ‘‘আটুল নামে এক ধরনের পরজীবীর কামড়ে বেবিসিওসিসে আক্রান্ত হয় পশুরা। অহানা ও বাঘের শাবকটিরও এই সংক্রমণ হয়ে বলে প্রাথমিক ভাবে পশু-চিকিৎসকরা মনে করছেন।’’ সংক্রমণের ফলে রক্তাল্পতায় আক্রান্ত হয় বাঘ দু’টি। তাদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতাও কমতে থাকে। বিপুলবাবু বলেন, ‘‘গত দু’দিন ধরে অহানার অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।’’

এই দুই মৃত্যুর পর জামশেদপুর চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ৪। কর্তৃপক্ষের দাবি, বাকি চারটি বাঘের শারীরিক অবস্থা ঠিকই আছে। তবু পশু চিকিৎসকদের একটি দল বাঘের খাঁচাগুলি ভাল করে পরীক্ষা করছেন। এই সংক্রমণ আর যাতে না হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তাঁদের দাবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন