Uber

শ্লীলতাহানি, চলন্ত অ্যাপ ক্যাব থেকে লাফিয়ে বাঁচলেন তরুণী

একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার হরিয়ানার সোনপত এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত চালককে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ১৪:৪০
Share:

প্রতীকী ছবি।

গাড়িটি দেখে প্রথমেই সন্দেহ হয়েছিল তরুণীর। কারণ, তাতে নম্বর প্লেট হলুদ রঙের ছিল না। সাদা প্লেটের উপর লেখা ছিল নম্বর। পাশাপাশি, গাড়ির কাচও ছিল কালো। যা বেআইনি।

Advertisement

তার পরও সেই উবরে উঠেছিলেন বছর উনত্রিশের ওই তরুণী। কিন্তু, চালককে দেখার পর সন্দেহ আরও বেড়ে যায়। গাড়ি বুক করার সময়ে মোবাইলে অ্যাপে চালকের যে ছবি দেখানো হয়েছিল, তার সঙ্গে চালকের মুখের কোনও মিল নেই। আলাদা ব্যক্তি!

কিন্তু, চালক নির্দিষ্ট রুট পাল্টে যখন গাড়ি নির্জন পথের দিকে নিয়ে যাচ্ছেন, তখনই প্রতিবাদ করে ওঠেন তরুণী। গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টাও করেন। তরুণীর দাবি, তখনই গাড়ির সব দরজা ‘সেন্ট্রাল লক’ করে দেয় চালক। এর পর তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

Advertisement

আরও পড়ুন: মাদক কাণ্ডে ফুটবলার ও ৫ যুবক ধৃত

কিন্তু, একটু পরেই গাড়িটির জ্বালানি প্রায় ফুরিয়ে আসে। সে জন্য একটি সিএনজি স্টেশনের কাছে গাড়িটির গতি কমান চালক। সেই সুযোগই কাজে লাগান তরুণী। চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে পালিয়ে যান তিনি। পরে পুলিশের কাছে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ করেন ওই তরুণী।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার অফিস থেকে ফেরার সময় হরিয়ানার কুন্দলি এলাকা থেকে উবরে উঠেছিলেন ওই তরুণী। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার হরিয়ানার সোনপত এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত চালককে।

আরও পড়ুন: রোগীর মাথার নীচে তাঁরই কাটা পা!

ধৃতের নাম সঞ্জীব ওরফে সঞ্জু। যদিও বাইশ বছরের সঞ্জীবের নামে উবর-এ কোনও তথ্য নথিভুক্ত ছিল না। তার ড্রাইভিং লাইসেন্সও নেই। হরিয়ানা পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তির নামে উবরটি নথিভুক্ত করা ছিল, তাঁর খোঁজ চালানো হচ্ছে।

অন্য দিকে, উবরের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে সব রকম সাহায্য করা হবে বলেও জানিয়েছেন উবরের এক মুখপাত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন