National News

কী ভাবে আধার ডিলিঙ্কড, মোবাইল সংস্থাগুলিকে দ্রুত জানাতে নির্দেশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইলের সিম কার্ড নেওয়া, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ১৭:৫৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মোবাইল, ব্যাঙ্কে আধার বাধ্যতামূলক নয়, রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। টেলিকম সংস্থাগুলিকে এ বার সে বিষয়ে নোটিস পাঠালেন আধার কর্তৃপক্ষ। মোবাইলে আধার বিযুক্তিকরণে (ডিলিঙ্কড) করতে সংস্থাগুলি কী পদক্ষেপ করছে, ১৫ অক্টোবরের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে সে বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Advertisement

মোবাইলে সংযোগের জন্য এত দিন আধার বাধ্যতামূলক ছিল। কিন্তু বার বারই দাবি উঠছিল, মোবাইল, ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোতে আধার সংযুক্ত করলে গ্রাহকদের তথ্য ফাঁস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি মামলাও হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দেয় মোবাইল সংযোগ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আধারকে কোনও ভাবেই বাধ্যতামূলক করা যাবে না। সুপ্রিম কোর্টের সেই রায়ের পরই আধার কর্তৃপক্ষ নোটিস পাঠাল টেলিকম সংস্থাগুলিকে।

নোটিসে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়কে মাথায় রেখেই যেন টেলিকম সংস্থাগুলো এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পাশাপাশি এটাও বলা হয়েছে, টেলিকম সংস্থাগুলো কী কী পদক্ষেপ করছে, তার একটা রিপোর্টও যেন আধার কর্তৃপক্ষকে জমা দেয়।

Advertisement

আরও পড়ুন: দিনে মাত্র ২০ হাজার টাকা তোলা যাবে এসবিআই এটিএম থেকে

ইতিমধ্যেই দেশের একশো কোটিরও বেশি মানুষ আধারে নথিভূক্ত হয়েছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইলের সিম কার্ড নেওয়া, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল কেন্দ্র। এ ছাড়া সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্যও আধার কার্ড অবশ্য প্রয়োজনীয় বলে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তুলে আধার ‘গোপনীয়তার অধিকার’ (রাইট টু প্রাইভেসি) লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলে মোট ২৭টি মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি হয় সেই মামলার। সেখানেই আধার সংযুক্তিকরণ থেকে মোবাইল, ব্যাঙ্ক বাদ দেওয়ার কথা বলে আদালত।

আরও পড়ুন: নিউইয়র্কের ফ্ল্যাট-সহ নীরব মোদীর ৬৭৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন