India Pakistan Conflict

ভারত-পাক সম্পর্কের মেরামতিতে আমেরিকার সঙ্গে কাজ করছি আমরাও! এ বার দাবি ব্রিটেনের

ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের শীতলতা নিয়ে এ বার মুখ খুলল ব্রিটেনও। ব্রিটেনের বিদেশমন্ত্রীর দাবি, ভারত-পাক সম্পর্ক মেরামত করতে আমেরিকার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে ব্রিটেনও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৩:৩৬
Share:

ভারত-পাক সম্পর্কের মেরামতিতে আমেরিকার পর আগ্রহী ব্রিটেনও। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-পাক সম্পর্কের শীতলতা নিয়ে এ বার মুখ খুললেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। তাঁর দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক মেরামতির জন্য আমেরিকার সঙ্গে কাজ করছে ব্রিটেনও। ল্যামি বর্তমানে দু’দিনের সফরে পাকিস্তানে রয়েছেন। শনিবার ইসলামাবাদে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের বিদেশমন্ত্রী জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি স্থায়ী সংঘর্ষবিরতি নিশ্চিত করতে চাইছে ব্রিটেন। এই নিয়ে আমেরিকার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে তারা। পাশাপাশি, ভারত এবং পাকিস্তানের মধ্যে ‘আস্থা’ ফেরানো এবং আলোচনার পথ খোলার জন্যও আমেরিকার সঙ্গে কাজ করছে ব্রিটেন।

Advertisement

রয়টার্সকে ল্যামি বলেন, “একটি স্থায়ী সংঘর্ষবিরতি নিশ্চিত করতে, আলোচনার পথ খুলতে এবং কী ভাবে উভয় পক্ষের মধ্যে আস্থা ফেরানো যায়, তা নিয়ে আমরা আমেরিকার সঙ্গে কাজ চালিয়ে যাব।” বস্তুত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দাবি করেছেন ভারত এবং পাকিস্তানকে সংঘর্ষবিরতিতে রাজি করানোর জন্য তাঁর প্রশাসনের একটি ভূমিকা ছিল। তাঁর দাবি, সংঘর্ষবিরতি বন্ধ না-হলে দু’দেশের সঙ্গে আমেরিকার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এমন মন্তব্যও করা হয়েছিল। যদিও ট্রাম্পের ওই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, গত ৭-১০ মে (ভারত-পাক সংঘর্ষের সময়) আমেরিকার সঙ্গে ভারতের কোনও আলোচনায় কখনোই ব্যবসার প্রসঙ্গ আসেনি।

পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তাদের দাবি, ওই ঘটনায় কোনও তৃতীয় পক্ষ তদন্ত করুক। এই উত্তেজনার আবহেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সামরিক বাহিনী। ওই সময় পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা হয়নি। তার পরেও ভারতের উপর হামলা করে পাকিস্তান এবং তার জবাব দেয় ভারতও। চার দিনের সামরিক সংঘর্ষের পরে গত ১০ মে দু’পক্ষই সংঘর্ষবিরতিতে রাজি হয়।

Advertisement

তার পরে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা হয়, তবে তা হবে শুধুমাত্র সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গে। বস্তুত, গত মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকও নীতিগত অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ঘটনাচক্রে, সম্প্রতি কাশ্মীর সমস্যার সমাধান করতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক স্তরেই কথাবার্তা হবে। এটি ভারতের দীর্ঘদিনের ঘোষিত অবস্থান। এই অবস্থানে কোনও বদল হয়নি। পাকিস্তান যে বেআইনি ভাবে জম্মু ও কাশ্মীরের কিছু অংশ দখল করে রেখেছে, সে কথাও স্পষ্ট করে দিয়েছিল বিদেশ মন্ত্রক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement