অমিত শাহ। — ফাইল চিত্র।
চলতি বছরে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতে চলেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তামিলনাড়ুতে বিরোধী দল এডিএমকের সঙ্গে জোট চূড়ান্ত করতে আজ ওই রাজ্যে গিয়েছেন শাহ। সেখানে পুদুকোট্টাই-তে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে শাহ বলেন, ‘‘২০২৪ সালে টানা তিনবার লোকসভা ও হরিয়ানায় জয় পেয়েছে দল। গত বছর দিল্লি ও বিহার জয় সম্ভব হয়েছে। এ বার তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের পালা।’’ তিনি দাবি করেন, এডিএমকে ও স্থানীয় দলগুলির সঙ্গে জোট করে ওই জয় আসবে। সরকারি স্তরে দুর্নীতিই আগামী দিনে সরকারের পতনের কারণ হতে চলেছে বলে দাবি করেছেন শাহ। তিনি বলেন, ‘‘তামিলনাড়ুতে সরকার ও দুর্নীতি সমার্থক হয়ে উঠেছে। কোনও নেতা টাকার বিনিময়ে চাকরি দেওয়ায় জেলে যাচ্ছেন আবার কেউই আর্থিক দুর্নীতির কারণে। এই সরকারের মূল মন্ত্রহল ২০ শতাংশ কাটমানি। সরকারের মূল রাজস্ব উৎপাদন হচ্ছে মদবিক্রি করে।’’
পাশাপাশি ডিএমকে-র পরিবারতান্ত্রিক রাজনীতিরও সমালোচনা করেছেন শাহ। তিনি বলেন, ডিএমকে রাজনীতির প্রধান লক্ষ্য পরিবারবাদকে উৎসাহ দেওয়া। যে কারণে রাজ্যের উন্নতির পরিবর্তে পারিবারিক উন্নতিতে ব্যস্ত রয়েছেন ডিএমকে শীর্ষ নেতৃত্ব। অমিত শাহের মতে, ‘‘বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিনের একমাত্র লক্ষ্য হল ছেলে উদয়নিধিকে ক্ষমতায় বসিয়ে যাওয়া। সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে রাজ্যের উন্নয়ন নিয়ে ভাবার সময় নেই স্ট্যালিনের। সেই কারণে মহিলাদের নিরাপত্তা, বেকার যুবকদের চাকরি নিয়েও ভাবার সময় নেই সরকারের।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে