Pahalgam Terror Attack

লশকর-এ-ত্যায়বার কি কোনও যোগ রয়েছে? নিরাপত্তা পরিষদে আলোচনায় পাকিস্তানকে প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের, দাবি রিপোর্টে

ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ‘রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। সোমবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ওই বৈঠক। সেখানে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই বিষয়টির মীমাংসা করার জন্য পাকিস্তানকে পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১১:০৮
Share:

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তানের মধ্যে উদ্ভূত উত্তেজনার মাঝে সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ওই বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির বেশ কিছু কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের অভিযোগ, ওই ঘটনায় সীমান্তপারের যোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এএনআই সূত্রে খবর, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের কাছে জানতে চাওয়া হয়েছে, পহেলগাঁওয়ের ওই ঘটনায় লশকর-এ-ত্যায়বার কোনও যোগ রয়েছে কি না। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শও দেওয়া হয়েছে পাকিস্তানকে।

Advertisement

বস্তুত, লশকর-এ-ত্যায়বা হল একটি পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী। লশকরের ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) প্রথমে পহেলগাঁওয়ের জঙ্গিহানার দায় স্বীকার করেছিল। পরে আবার নিজেদের বক্তব্য পরিবর্তন করে একটি বিবৃতিও প্রকাশ করেছিল তারা। নতুন বিবৃতিতে টিআরএফ জানিয়েছিল, পহেলগাঁও কাণ্ডে তাদের কোনও যোগ নেই। প্রথমে দায় স্বীকার করেও পরে অস্বীকার করাকে কেন্দ্র করে প্রশ্নও উঠেছিল। এই আবহে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে লশকর সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হল পাকিস্তানকে। যদিও পাকিস্তান শুরু থেকেই জঙ্গি হানার নিন্দা জানিয়ে ওই ঘটনার সঙ্গে নিজেদের কোনও যোগ নেই বলে দাবি করে আসছে।

এএনআইয়ের প্রতিবেদনে দাবি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে জঙ্গিহানার নিন্দা করা হয়েছে। পর্যটকদের যে ভাবে হত্যা করেছে জঙ্গিরা, সেই ঘটনারও নিন্দা করেছেন নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত কূটনীতিকদের কেউ কেউ। পাকিস্তানের একাংশ যে ভাবে পরমাণু শক্তির বিষয়ে কথা বলছেন বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে, তাতে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যায় বলেও বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা। এএনআই সূত্রের দাবি, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই উদ্ভূত পরিস্থিতি মিটমাট করার জন্য পাকিস্তানকে পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

পাকিস্তান বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ‘রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। পাকিস্তানের অনুরোধেই ওই আলোচনার ব্যবস্থা করা হয়। সোমবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার আলোচনা। বৈঠক শেষে বিভিন্ন দেশের দূতেরা পৃথক পৃথক ভাবে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তবে সরকারি ভাবে নিরাপত্তা পরিষদের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement