Yogi Adityanath

‘ক্ষমতার সামনে বিশ্ব মাথা নোয়াবে’, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ১২৫০০ একর জমি বরাদ্দ করে মন্তব্য যোগীর

শনিবার নয়ডায় একটি অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘আলিগড় থেকে কানপুর, আগরা থেকে চিত্রকূট, মোট ছ’টি জায়গা স্পর্শ করে তৈরি হবে উত্তরপ্রদেশ করিডর।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১২:১৬
Share:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য ভারতে দু’টি বড়সড় করিডর তৈরি হচ্ছে। তার মধ্যে একটি হবে উত্তরপ্রদেশে। শনিবার এমনটাই জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এ-ও জানান, এ জন্য উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে ১২৫০০ একর জমি বরাদ্দ করেছে। ওই সুবিশাল জায়গায় গড়ে উঠবে দেশের প্রতিরক্ষার সরঞ্জাম তৈরির কারখানা। আদিত্যনাথের দল বিজেপি বলছে, এ ভাবেই আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। যোগী বলছেন, কেবল শক্তিশালীর সামনে বিশ্ব মাথা নত করে। শক্তিধরই চায় শান্তি। কিন্তু তার আগে নিজেকে শক্তিশালী করা প্রয়োজন।

Advertisement

ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত ব্যবসা নিয়ে বেশির ভাগ মানুষের মোটামুটি ধারণা হল অস্ত্র উৎপাদন ও তার মানোন্নয়নে স্বনির্ভর হতে চায় (অধিকাংশ ক্ষেত্রেই সরকারি মালিকানাধীন সংস্থার দ্বারা) ভারত। কিন্তু বাস্তব হল, অস্ত্র বা সামরিক সরঞ্জাম আমদানিকারক দেশ হিসাবে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে। প্রতিরক্ষার উপর গুরুত্ব দিয়ে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, তারই মধ্যে একটি হল দেশজ অস্ত্র বানিয়ে প্রতিরক্ষায় ধার বাড়ানো।

শনিবার নয়ডায় একটি অনুষ্ঠানে আদিত্যনাথ বলেন, ‘‘আলিগড় থেকে কানপুর, আগরা থেকে চিত্রকূট, মোট ছ’টি জায়গা স্পর্শ করে তৈরি হবে উত্তরপ্রদেশ করিডর।’’ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকে ধন্যবাদ জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘উনি ব্রহ্মসের মতো সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্যবস্থা লখনউয়ে আনছেন।’’ যোগীর দাবি, ওই ক্ষেপণাস্ত্র ‘কামাল’ করেছে অপারেশন সিঁদুরে। তিনি আরও বলেন, ‘‘স্বাধীনতার পর থেকে ভারত বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। পরে অবস্থার পরিবর্তন হয়েছে এবং ধারাবাহিক ভাবে হচ্ছে। আপনার হাতে ক্ষমতা থাকলে তবেই বিশ্ব আপনার সামনে মাথা নত করবে। এই প্রাচীন ধারণা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক।’’

Advertisement

দেশের অস্ত্রভান্ডারের উপর গুরুত্ব দেওয়া প্রসঙ্গে অস্ত্রবিদ্যার গুরুত্ব এবং পারদর্শিতার কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘অস্ত্র এবং বিদ্যা, দুটোতেই ভারসাম্য রাখা প্রয়োজন। যে কোনও রাষ্ট্র শক্তিশালী হয় তখনই, যখন তারা অস্ত্র এবং বিদ্যায় পারদর্শী হয়।’’ তাঁর সংযোজন, ‘‘কেবল শক্তিধর হলে শান্তির আবেদন করা যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement