National news

উত্তরপ্রদেশ ভোট: পিস্তল নিয়ে বুথে ঢোকায় আটক বিজেপি বিধায়কের ভাই

ভোট চলাকালীন বুথের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার অভিযোগে বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের ভাই গগনকে আটক করল পুলিশ। শনিবার সকালে গগন ফরিদপুরের একটি বুথে গিয়েছিলেন। সঙ্গে পিস্তল থাকায় পুলিশ তাঁকে আটক করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৭
Share:

ফাইল চিত্র।

ভোট চলাকালীন বুথের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার অভিযোগে বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের ভাই গগনকে আটক করল পুলিশ। শনিবার সকালে গগন ফরিদপুরের একটি বুথে গিয়েছিলেন। সঙ্গে পিস্তল থাকায় পুলিশ তাঁকে আটক করে।

Advertisement

সূত্রের খবর, গগনের দাদা বিজেপির ওই বিধায়ক ২০১৩ মুজফফরনগরে দাঙ্গায় অন্যতম অভিযুক্ত। উত্তরপ্রদেশে নির্বাচনীবিধি ভঙ্গেরও অভিযোগ রয়েছে তাঁর উপর। কারণ, সম্প্রতি প্রচারের সময় তাঁর গাড়ি থেকে একাধিক সিডি উদ্ধার করেছে পুলিশ। ৩ ঘণ্টার ওই সিডিগুলিতে মুজফফরনগরের দাঙ্গার ফুটেজ দেখানো হয়েছে।

পঞ্জাব, গোয়ার পর শনিবার সকাল থেকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হয়। সাত দফা বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে প্রথম দফায় মোট ৪০৩টি আসনের মধ্যে ৭৩টিতে ভোট হয়েছে আজ। দিনের শেষে প্রায় ৬৪.২ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। গত ২০১২ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে প্রায় ৩ শতাংশ ভোট বেশি পড়েছে এ বার।

Advertisement

২০১২-র বিধানসভা নির্বাচনে এই ৭৩টি আসনের মধ্যে মাত্র ১১টিতে জিতেছিল বিজেপি। বসপা আর সপা ২৪টি করে আসন পায়। রাষ্ট্রীয় লোকদল ৯টি আর কংগ্রেস পায় পাঁচটি। কিন্তু ২০১৪-র লোকসভা নির্বাচনে ভোটের অঙ্ক ঘুরে যায় বিজেপির দিকে। সপা আর কংগ্রেসকে ধুলিসাৎ করে উত্তরপ্রদেশের ৮০ টি লোকসভা আসনের মধ্যে ৭১টিতেই জয়ী হয় বিজেপি। সপা ৫টি আর কংগ্রেস মাত্র ২টি আসন পেয়েছিল। বাকি দু’টিতে জিতেছিল আপনা দল।


অভিযুক্ত বিধায়ক সঙ্গীত সোম

কিন্তু মোদীর নোট বাতিল পদক্ষেপে যে বিপুল ভোগান্তির শিকার হয়েছেন আম-জনতা তাতে ২০১৪-র এই ছবিটা ঘুরে যাওযার সম্ভাবনা দেখছেন রাজনীতিবিদেরা। তার উপরে মোদীকে ধরাশায়ী করতে জোট করে একসঙ্গে লড়ছেন রাহুল-অখিলেশ। প্রাক-নির্বাচনী প্রচারে মোদী অবশ্য বিরোধীদের সেই তীরের মুখ ঘোরানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। মোদীর সেই চেষ্টা কতটা সফল হয়েছে, তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন কি না তা জানা যাবে ১১ মার্চ। ওই দিন উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোবে।

২০১৪ সালে লোকসভা ভোটে মোদী হাওয়ায় বিপুল জয় এলেও, এর পরের বিধানসভা ভোটগুলোর ফল কিন্তু বিজেপি-র পক্ষে অস্বস্তির হয়েছে। দিল্লিতে গোহারা দশা, বিহারেও নীতীশ-লালু-কংগ্রেস জোটের কাছে হার। সে দিক থেকে দেখলে ২০১৯-এর লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্যের ভোটের ফল, বিশেষত উত্তরপ্রদেশের ফল মোদীর জন্য অ্যাসিড টেস্ট। রাজনৈতিক মহল এটাকে মোদীর সেমিফাইনাল ম্যাচ বলে মনে করছেন। এই পরীক্ষায় ফেল করলে আরও বড় প্রশ্নের মুখে পড়তে হবে মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে। সেটা শুধু বিরোধীদের দিক থেকেই নয়, সংঘ পরিবারের মধ্যে থেকেও অস্বস্তি বাড়তে পারে মোদীর জন্য।

আরও পড়ুন: নোটবন্দি: কাজহারাদের জন্য ৫০ হাজার মমতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন