Groom

বিয়ের দিন বরকে খুন করল কনের পড়শি

বিয়ের রাত একটু বাড়তেই বাথরুম যাওয়ার পথে সুরেন্দ্রর বুকে এক জোড়া কাঁচি বসিয়ে দেয় ওই এলাকারই এক যুবক। তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৬:৫৭
Share:

বিয়ে করতে গিয়ে খুন হল বর। প্রতীকী ছবি।

বিয়ের সন্ধ্যা ভেস্তে গেল বরের মৃত্যুতে। রবিবার উত্তরপ্রদেশের অযোধ্যায় কুমারগঞ্জ পুলিশ স্টেশন এলাকার সিনগৌলি গ্রামে পিঙ্কিকে বিয়ে করতে এসেছিল সুরেন্দ্র কুমার। কিন্তু বিয়ের রাত একটু বাড়তেই বাথরুম যাওয়ার পথে সুরেন্দ্রর বুকে এক জোড়া কাঁচি বসিয়ে দেয় ওই এলাকারই এক যুবক। তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে।

Advertisement

এই খুনের ঘটনা নিয়ে কুমারগঞ্জ পুলিশ স্টেশনের এসএইচও মনোজ কুমার সিংহ জানিয়েছেন, প্রথা মেনেই বরযাত্রী নিয়ে সিনগুলিতে পিঙ্কিকে বিয়ে করতে এসেছিলেন ইনায়তনগরের বাসিন্দা সুরেন্দ্র। মধ্যরাতের আগে বিয়ের মণ্ডপ থেকে বাথরুমের দিকে যায় সুরেন্দ্র। তখন তাঁর পথ আটকায় পিন্টু ও বিট্টু নামের দুই স্থানীয় যুবক। এর পরই লাড্ডু নামে যুবক ঝাপিয়ে পড়ে কাঁচি বসিয়ে দেয় সুরেন্দ্রর উপর। তার পর পালিয়ে যায় ওই অভিযুক্তরা।

কুমারগঞ্জ থানার অফিসার মনোজ সিংহ বলেছেন, ‘‘আহত অবস্থায় সুরেন্দ্রকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ওই তিন অভিযুক্তের মানে খুনের মামলা রুজু করা হয়েছে।’’ ঘটনায় অভিযুক্ত লাড্ডু ও পিন্টুকে পুলিশ গ্রেফতার করলেও অপর অভিযুক্ত এখনও পলাতক। পিঙ্কির সঙ্গে লাড্ডুর কোনও রকম প্রেমের সম্পর্ক ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ৬ মে থেকে আচমকাই ইনি ভাইরাল, অবশেষে জানা গেল পরিচয়...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement