Encounter in UP

১০ দিনে ২০ ‘এনকাউন্টার’! উত্তরপ্রদেশ পুলিশের ‘অপারেশন ল্যাংড়া’য় হত ১০ কুখ্যাত দুষ্কৃতী

রাজ্য সরকারের তথ্য বলছে, গত ৮ বছরে ১৪,৯৭৩টি ‘এনকাউন্টার’ হয়েছে।পুলিশের সঙ্গে সেই সংঘর্ষে ২৩৯ জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১০:৪৫
Share:

প্রতীকী ছবি।

১০ দিন। ২০ ‘এনকাউন্টার’। উত্তরপ্রদেশের পুলিশের ‘অপারেশন ল্যাংড়া’য় গত ১০ দিন ২০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজ্যের কুখ্যাত দুষ্কৃতীদের ধরতে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে সম্প্রতি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বার বারই বলেন, অপরাধের ক্ষেত্রে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েই চলবে তাঁর সরকার। রাজ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে তাই বিশেষ অভিযান শুরু হয়েছে যোগীর রাজ্যে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের ২০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১০ দিনের মধ্যে ২০টি ‘এনকাউন্টার’ হয়েছে। সেই সংঘর্ষে পুলিশের গুলিতে ১০ কুখ্যাত দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। কারও মাথার দাম ছিল ৫ লক্ষ, কারও আবার ১ লক্ষ। এ রকম দশ দুষ্কৃতী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিন দিন আগে কৌশাম্বী জেলায় এক নববিবাহিতাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবক পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন। তাঁর পায়ে গুলি করা হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। গত ৯ অক্টোবর রবার্টসগঞ্জ জেলার কোতওয়ালি থানা এবং মহিলা পুলিশের যৌথ দল তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জন জখম হয়। তার পরই তাদের গ্রেফতার করা হয়। ৮ অক্টোবর বরেলীর কাসগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক দুষ্কৃতীর মৃত্যু হয়। একের পর এক ‘এনকাউন্টার’ হওয়ায় কয়েক জন দুষ্কৃতী বিভিন্ন থানায় গিয়ে আত্মসমর্পণও করেছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর।

Advertisement

রাজ্য সরকারের তথ্য বলছে, গত ৮ বছরে ১৪,৯৭৩টি ‘এনকাউন্টার’ হয়েছে। পুলিশের সঙ্গে সেই সংঘর্ষে ২৩৯ জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement