আক্রান্ত যুবক আয়াস্বামী। ছবি: সংগৃহীত।
দলিত ছাত্রের দু’টি হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলায়। ঘটনাটি বুধবারের। অভিযোগ উঠেছে উচ্চবর্ণের তিন যুবকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ছাত্রের নাম আয়াস্বামী। তিনি একটি সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বুধবার কাকা ভূমিনাথনের বাড়িতে গিয়েছিলেন আয়াস্বামী। বাইকে করে সেখান থেকে বাড়িতে ফিরছিলেন। তখন পথে উচ্চবর্ণের তিন যুবক তাঁর পথ আটকে দাঁড়ান। অভিযোগ, প্রথমে তাঁকে জাত তুলে গালিগালাজ করা হয়। কেন তাঁকে গালিগালাজ করা হচ্ছে, সেই প্রতিবাদ করায় আয়াস্বামীকে প্রথমে রাস্তায় ফেলে মারধর করা হয়।
অভিযোগ, আচমকাই এক যুবক ধারালো অস্ত্র বার করেন। তার পর আয়াস্বামীর উপর হামলা চালান। স্থানীয় এক ব্যক্তি আয়াস্বামীকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। অভিযোগ, হামলাকারী তিন যুবক আয়াস্বামীকে টানতে টানতে নিয়ে যান। তার পর ধারালো অস্ত্র দিয়ে তাঁর দু’হাট কেটে ফেলেন। রক্তাক্ত অবস্থায় আয়াস্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তিন অভিযুক্ত বিনোদ, এশ্বরন, বল্লারাসুকে গ্রেফতার করেছে পুলিশ।