COVID-19

করোনার জন্য পিছিয়ে ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষা সাড়ে ৩ মাস পর অক্টোবরে

ইউপিএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৭ জুনের পরিবর্তে আগামী ১০ অক্টোবর সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা-২০২১ অনুষ্ঠিত হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৫:০৩
Share:

প্রতীকী ছবি।

করোনা অতিমারির কারণে পিছিয়ে গেল ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা। আগামী ২৭ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ইউপিএসসি কর্তৃপক্ষের তরফে পরীক্ষা প্রায় সাড়ে ৩ মাস পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

ইউপিএসসি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০ অক্টোবর ২০২১ সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে’। তবে পরবর্তী পর্যায়ে ফের সূচি পরিবর্তন হতে পারে ইঙ্গিত দিয়ে সংস্থার ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, গত বছরও করোনার কারণে পিছিয়ে গিয়েছিল কেন্দ্রীয় সিভিল সার্ভিস-২০২০ পরীক্ষা।

করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের আবহে এর আগেও কয়েকটি পরীক্ষা স্থগিত করেছে ইউপিএসসি। আরেক কেন্দ্রীয় সংস্থা এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন) কর্তৃপক্ষও তাঁদের পরিচালিত একাধিক চাকরি নিয়োগের পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। পিছিয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন