কংগ্রেস নেতা রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। ধৃত ২৭ বছর বয়সি ওই যুবক হোয়াট্সঅ্যাপ স্টেটাসে উত্তরপ্রদেশের রায়বরেলির সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুলের একটি আপত্তিকর ছবি পোস্ট করেন। সঙ্গে একটি অশালীন মন্তব্যও লেখেন। ঘটনাটি নজরে আসতেই পদক্ষেপ করে পুলিশ।
স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক জানান, কংগ্রেস নেতা মৃদুল মিশ্র ওই আপত্তিকর পোস্টটি পুলিশের নজরে আনেন। সেই মতো ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার রাতে এক অভিযানে সোনভদ্রের আনপড়া বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এলাকার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশকুমার সিংহের বক্তব্য, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ আইনি পদক্ষেপ করেছে। সমাজমাধ্যমে কোনও অশালীন বা উস্কানিমূলক পোস্ট না করার জন্যও সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন তিনি। এমন ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলেও সাবধান করে দিয়েছে পুলিশ। অভিযুক্তকে জেরা করে এই পোস্টের ঘটনায় আরও তথ্য সংগ্রহ করতে চাইছে তারা।
বস্তুত, বিজেপিশাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় অভিযুক্তের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে রাহুলের বিরুদ্ধে আপত্তিকর পোস্টের ঘটনায় ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। অভিযুক্তের যথাযোগ্য শাস্তিরও দাবি তুলেছেন তাঁরা।