‘মিত্রোঁ..’, শুনেই হকচকিয়ে উঠলেন অনেকে!

মোদী নন, শব্দটি বেরিয়েছে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর মুখ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪০
Share:

বেঙ্কাইয়া নায়ডু।

আবার সে এসেছে ফিরিয়া। মিত্রোঁ...!

Advertisement

শুনেই হকচকিয়ে উঠলেন অনেকে। মোদী তো বসেই আছেন। তাঁর কাল বলার কথা। সবে অমিত শাহের বলা শেষ হল! ঘোর কাটতে বোঝা গেল, মোদী নন, শব্দটি বেরিয়েছে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর মুখ থেকে। এক ঘণ্টা সতেরো মিনিট অমিত বলার পরেই বেঙ্কাইয়া বললেন, ‘‘মিত্রোঁ, আপনাদের কাছে অনুরোধ, দলের সংখ্যার নিরিখেই সদস্যরা বলবেন।’’

এক সময় ‘মিত্রোঁ’ শুনলেই হর্ষধ্বনিতে ফেটে পড়ত জনতা। কিন্তু নোটবন্দির পর থেকে শব্দটি যেন আতঙ্কের বিষয় হয়ে যায়। ছড়িয়ে পড়ে হরেক ব্যঙ্গচিত্র। আর মোদীর মুখ থেকেও ধীরে ধীরে উধাও হয়ে যায় শব্দটি। আজ তা ফিরে এল বেঙ্কাইয়ার মাধ্যমে। কংগ্রেসের আনন্দ শর্মা বললেন, ‘‘স্যর, মাননীয় সদস্য বলুন। মিত্রোঁ বাইরে বলবেন।’’ চেয়ারম্যান ভুল স্বীকার করে বললেন, ‘‘শুধরে নিচ্ছি। মাননীয় সদস্য।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন