মন্দির গড়বেন না মোদী, ক্ষুব্ধ সঙ্ঘ

‘ফন্দি’ বুঝে এ বার সাধুরাই মন্দির তৈরির হুমকি দিলেন। মন্দির ইস্তাহারে সামিল করলে কংগ্রেসকেও সমর্থনের কথা জানাল বিশ্ব হিন্দু পরিষদ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ০৩:৫৭
Share:

—ফাইল চিত্র।

অযোধ্যায় রামমন্দির না গড়ে শুধু রাজনীতি করবেন নরেন্দ্র মোদী। ‘ফন্দি’ বুঝে এ বার সাধুরাই মন্দির তৈরির হুমকি দিলেন। মন্দির ইস্তাহারে সামিল করলে কংগ্রেসকেও সমর্থনের কথা জানাল বিশ্ব হিন্দু পরিষদ।

Advertisement

প্রয়াগরাজের কুম্ভে এখন সাধু-সন্তরা জড়ো হয়েছেন সঙ্গমে ডুব দিতে। সেখানেই রামমন্দির নির্মাণ নিয়ে মোদী সরকারের গড়িমসিতে অসন্তোষ বাড়াচ্ছে গেরুয়া শিবিরকে। আরএসএসের নম্বর-টু নেতা ভাইয়াজি জোশী সম্প্রতি বলেছেন, ২০২৫ সালে মন্দির নির্মাণ হবে। এ বার বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমারও বললেন, ‘‘কেন্দ্রের চলতি জমানায় কোনও আইন বা অধ্যাদেশ এনে মন্দির নির্মাণের পথ প্রশস্ত করার সম্ভাবনাও কম মনে হচ্ছে।’’ কিন্তু একই সঙ্গে আর একটি বিষয়ও তিনি যোগ করেছেন, যদি কংগ্রেস নিজেদের ইস্তাহারে আইনের মাধ্যমে মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দেয়, তা হলে বিশ্ব হিন্দু পরিষদ তাতে সমর্থন করবে।

কিন্তু কংগ্রেসকে সমর্থন করবে বিশ্ব হিন্দু পরিষদ? এমন মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাধায় অলোক কুমার পরে বলেন, ‘‘বিশ্ব হিন্দু পরিষদ কোনও দলকে কখনও সমর্থন করে না। কংগ্রেসকেও সমর্থনের কথা বলা হয়নি। পরিষদ সব দলের কাছেই আবেদন করছে, রামমন্দির নির্মাণের জন্য আইনকে সমর্থন করার জন্য। সেই হিসেবেই কংগ্রেসের কথা বলা হয়েছে।’’ নরেন্দ্র মোদী আগেই স্পষ্ট করেছেন, সুপ্রিম কোর্টে মামলা চলছে। সে মামলা শেষ হলেই সরকার কোনও পদক্ষেপ করবে। সব মিলিয়ে সাধুদেরও অসন্তোষ বাড়ছে। চলতি মাসের শেষে কুম্ভে ধর্ম সংসদে পরবর্তী রণকৌশল তাঁরা স্থির করবেন।

Advertisement

কিন্তু তার আগে আজই অখণ্ড পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি বলেন, ‘‘কুম্ভ মেলা শেষ হলে আমরা অযোধ্যায় বৈঠক করব স্থির করেছি। রামমন্দির নির্মাণের কাজও শুরু হয়ে যাবে। বিজেপি মন্দির নির্মাণে একেবারেই আগ্রহী নয়। তারা শুধু ভোটের জন্য বিষয়টিকে জিইয়ে রাখতে চাইছে।’’ কিন্তু বিজেপির একাংশ মনে করে, রামমন্দির নির্মাণ নিয়ে যাঁরা উষ্মা প্রকাশ করছেন, তাঁদের সংখ্যা সীমিত। তা দিয়ে

ভোট হয় না। তবুও বিশ্ব হিন্দু পরিষদ আশা করে বসে আছে, একবার সাধুরা মিলে হাওয়া তুলতে পারলে সরকার ভোটের আগেই কোনও পদক্ষেপ করতে বাধ্য হবে। এরই মধ্যে যোগী আদিত্যনাথ সব মন্ত্রীকে নিয়ে কুম্ভে যাচ্ছেন ২৯ জানুয়ারি। সব মন্ত্রীও কুম্ভে ডুব দেবেন, সেখানেই মন্ত্রিসভার বৈঠক হবে। উত্তরপ্রদেশের ইতিহাসে প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক এই প্রথম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন