চিন-পাক গাঁটছড়ায় নজর, দ্বিগুণ সংখ্যায় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করতে চলেছে ভারত। জানালেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির (ডিআরডিএল) অধিকর্তা কে জয়রামন। প্রতি মাসে অন্তত ১০০টি করে ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১৮:৫৭
Share:

ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করতে চলেছে ভারত। জানালেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির (ডিআরডিএল) অধিকর্তা কে জয়রামন। প্রতি মাসে অন্তত ১০০টি করে ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে বলে জানানো হয়েছে। দেশের সশস্ত্র বাহিনীর প্রয়োজন মেটাতেই এই সিদ্ধান্ত। বলছে প্রতিরক্ষা মন্ত্রক।

Advertisement

প্রতি মাসে এখন ৫০-৬০টি করে ক্ষেপণাস্ত্র তৈরি করে ভারত। কিন্তু বুধবার ডিআরডিএল প্রধান জানিয়েছেন, এই সংখ্যাকে দ্বিগুণ করতে চলেছে ভারত। পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখতে ভারতকে অস্ত্রভাণ্ডার আরও দ্রুত বাড়াতে হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ বেশ কয়েক বছর ধরেই এ কথা বলে আসছেন। কে জয়রামন বুধবার বুঝিয়ে দিলেন, সেই পথেই হাঁটছে প্রতিরক্ষা মন্ত্রক। ক্ষেপণাস্ত্রের উৎপাদন এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত সেই ইঙ্গিতই দিচ্ছে।

ভারত প্রতি মাসে ৫০-৬০টি করে ক্ষেপণাস্ত্র যে তৈরি করে, তা এত দিন খুব স্পষ্ট করে ঘোষণা করেনি প্রতিরক্ষা মন্ত্রক। সেই সংখ্যার কথা প্রকাশ্যে ঘোষণা করে কে জয়রামন এ দিন বুঝিয়ে দিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইতিমধ্যেই যথেষ্ট বড়সড়। সেই সংখ্যাকে দ্বিগুণ করে দিয়ে ভারত এ বার প্রতি মাসে অন্তত ১০০টি করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায় বলে ডিআরডিএল ডায়রেক্টর জানানোয়, পাকিস্তান এবং চিনের টেনশন নিঃসন্দেহে বাড়বে।

Advertisement

আরও পড়ুন:

ভারতের সেরা ১২ ক্ষেপণাস্ত্র যা কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের বুক

জয়রামন বুধবার জানিয়েছেন, দেশের বেশ কয়েকটি ভারী শিল্প সংস্থাকে বেছে নেওয়া হচ্ছে ক্ষেপণাস্ত্র তৈরির বরাত দেওয়ার জন্য। ডিআরডিএল-এর তত্ত্বাবধানে সেই সব কারখানায় ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। সে ভাবেই উৎপাদন দ্বিগুণ করা হবে। সমর প্রযুক্তিতে উন্নত যে সব দেশ, তারাও এখন ভারতের আকাশ এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে। ক্ষেপণাস্ত্র বিক্রি করতে আপত্তি নেই ভারতের। কিন্তু জয়রামন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র কারখানার সংখ্যা বাড়িয়ে দেশের সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারকে দ্রুত বাড়িয়ে তোলাই প্রতিরক্ষা মন্ত্রকের প্রথম লক্ষ্য এখন। বাহিনীর প্রয়োজন মেটার পর আকাশ এবং ব্রহ্মস অন্য দেশকে বিক্রি করার পথে এগোবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন