National News

মণিপুরে রয়্যাল বেঙ্গল কেটে খেলেন গ্রামবাসীরা, ছবি আপলোড হল ফেসবুকেও!

বাঘ কেটে খাওয়ার ছবি আপলোড করা হল ফেসবুকে। খোদ রয়্যাল বেঙ্গল টাইগার। তাও আবার নাগাল্যান্ড-মণিপুরের সীমনার গ্রামে। যেখানে রয়্যাল বেঙ্গলের অস্তিত্বই এখনও জানা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ১২:৪০
Share:

এই ছবিই আপলোড হয়েছে ফেসবুকে।

বাঘ কেটে খাওয়ার ছবি আপলোড করা হল ফেসবুকে। খোদ রয়্যাল বেঙ্গল টাইগার। তাও আবার নাগাল্যান্ড-মণিপুরের সীমনার গ্রামে। যেখানে রয়্যাল বেঙ্গলের অস্তিত্বই এখনও জানা নেই। ছবিগুলি এনটিসি-এর নজরে আসার পরে বন্যপ্রাণ অপরাধ দমন শাখাকে জানানো হয়েছে। দুই রাজ্যের কাছেই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মণিপুরের সীমার মধ্যে বাঘটিকে হত্যা করা হয়। পরে লাগোয়া নাগাল্যান্ডের একটি গ্রামে নিয়ে গিয়ে তাকে কেটে খায় গ্রামবাসীরা। সেই ছবিই ফেসবুকে ছড়িয়ে পরে। এনটিসি-র তরফে কমল আজাদ বলেন, "গত বছর নাগাল্যান্ডে রয়্যাল বেঙ্গল থাকার কথা জানা গিয়েছিল। তবে তার ছবি মেলেনি। মণিপুরে রয়্যাল বেঙ্গল থাকার কথা আগে কখনওই শোনা যায়নি। তাই প্রকৃত ঘটনা সামনে আসা খুবই দরকার।”

Advertisement

আরও পড়ুন: নেওড়া ভ্যালিতে নিরাপত্তা, বিধিনিষেধ বাড়ানোর দাবি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement