Viral video

আখের খেতে উদ্ধার চিতাবাঘের ৩ বাচ্চা, রাতে এসে নিয়ে গেল মা

বাক্সগুলি রাখা হয়,তার উপর একটি ভিডিয়ো ক্যামেরা ফোকাস করে রাখেন বনকর্মীরা। সেই ক্যামেরাতেই রাতের ছবি ধরা পড়ে। সেখানে দেখা যাচ্ছে, মা চিতাবাঘটি এসে শাবকগুলিকে মুখে করে তুলে নিয়ে যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শিরুর, মহারাষ্ট্র শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ২০:৩৪
Share:

বাচ্চাগুলিকে নিয়ে যাচ্ছে চিতাবাঘ। ছবি: টুইটার থেকে নেওয়া।

সকালে বাচ্চাগুলিকে উদ্ধার করেছিলেন বনকর্মীরা। রাতে তাদের নিয়ে গেল মা। টুইটারে একটি চিতাবাঘের পরিবারের এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক কর্মী প্রবীণ কাসওয়ান বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনটি চিতাবাঘের বাচ্চাকে উদ্ধার করছেন বনকর্মীরা। সঙ্গে স্থানীয়রাও রয়েছে। উদ্ধারের পর শাবক চিতাবাঘগুলিকে পরীক্ষা করেন এক বনকর্মী।

বনকর্মীরা সিদ্ধান্ত নেন, সেগুলিকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে। কারণ, শাবকগুলির বয় এক মাসও নয়। তাই তারা যদি মায়ের কাছে ফিরতে না পারে তবে মারাও যেতে পারে। সেই মতো চিতাবাঘের বাচ্চাগুলিকে একটি প্লাস্টিকের বড় বাক্সের মধ্যে রেখে সেটিকে মাটি থেকে উঁচুতে রাখার জন্য একটি কাগজের শক্ত বাক্সের উপর বসানো হয়।

Advertisement

আরও পড়ুন: গাঁজা খেয়ে বলতে হবে তার মান কেমন, এই চাকরিতে বেতন মাসে ২ লক্ষ ১৫ হাজার টাকা

যেখানে বাক্সগুলি রাখা হয়,তার উপর একটি ভিডিয়ো ক্যামেরা ফোকাস করে রাখেন বনকর্মীরা। সেই ক্যামেরাতেই রাতের ছবি ধরা পড়ে। সেখানে দেখা যাচ্ছে, মা চিতাবাঘটি এসে শাবকগুলিকে মুখে করে তুলে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: রতন টাটার কাছ থেকে সরাসরি ফোন, সঙ্গে চাকরির প্রস্তাব!

প্রবীণ জানিয়েছেন, এই ঘটনা মহারাষ্ট্রের শিরুর এলাকার। শাবকগুলি একটি আখ খেত থেকে উদ্ধার হয়। আখের খেতটিই ওই চিতাবাঘের পরিবারের আশ্রয়স্থল ছিল।শাবকগুলি কৃষকদের চোখে পড়তেই তাঁরা বন দফতরকে খবর দেন। বন দফতরের কর্মীরা ওই বাচ্চাগুলিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

দেখুন সেই ভিডিয়ো:

প্রবীণের পোস্ট করা ভিডিয়োটি এখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটি পোস্ট করার তিন ঘণ্টার মধ্যেই প্রায় সাত হাজার বার দেখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন