Viral Video

স্ট্রেস কাটাতে জুম্বা নাচ বেঙ্গালুরু পুলিশের

তাই স্ট্রেসকে দূরে সরিয়ে পুলিশ কর্মীরদের মনকে চাঙ্গা করতে অভিনব উদ্যোগ নিল বেঙ্গালুরু পুলিশ।  

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৪
Share:

বেঙ্গালুরু পুলিশের জুম্বা নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

অপরাধীদের খুঁজে বের করা হোক, বা সাধারণ মনুষের সমস্যার সমধান সারাদিন— বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকতে হয় পুলিশ কর্মীদের। সেই কাজ করতে স্ট্রেস জন্মানো স্বাভাবিক। তাই স্ট্রেসকে দূরে সরিয়ে পুলিশ কর্মীরদের মনকে চাঙ্গা করতে অভিনব উদ্যোগ নিল বেঙ্গালুরু পুলিশ।

Advertisement

সেখানকার উত্তর-পূর্ব ডিভিশনের পুলিশ কর্মীরা হল ঘরের মধ্যে এক সঙ্গে করলেন জুম্বা নাচ। সেখানে দেখা যাচ্ছে, হলঘরে সার দিয়ে দাঁড়িয়ে আছেন পুলিশ কর্মীরা। মঞ্চে শিল্পীদের অনুকরণে জুম্বা নাচে তাল মেলাচ্ছেন তাঁরা। সেখানে পুলিশ বিভাগের উচ্চপদস্থ অফিসাররাও নাচ করছেন। মহিলা কর্মীরাও তাঁদের মতো করে নাচছেন সেখানে।

সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি আপলোড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের টুইটার হ্যান্ডল থেকে। সেই টুইটে জুম্বা-কে ‘স্ট্রেস বাস্টার’ হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, জুম্বা-কে বিবিধ প্রকার নাচের ককটেল বলা যায়। সালসা, মাম্বোর মতো লাতিন আমেরিকান নাচের সঙ্গে তাতে মিশে রয়েছে ভাঙরা, হিপ-হপও। দেখে নিন পুলিশি জুম্বার সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: বিবেকানন্দ উচ্চারণে ভুল! প্রস্তুতি কম, নাকি অবজ্ঞা?

আরও পড়ুন: আশ্রমে গাঁধী নয়, লিখলেন মোদীর নাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন