Virat Kohli

ভোটার লিস্টে ‘বিরাট’ ভুল

গোরক্ষপুরের সাংসদ পদ থেকে পদত্যাগ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি, রাজ্যের ফুলপুরের সাংসদ ছিলেন কেশবপ্রসাদ মৌর্য।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ১২:০৬
Share:

ছবি: সংগৃহীত।

তিনি দিল্লির বাসিন্দা। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালির নাম রয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ভোটার হিসেবে। আর ‘ভুল’ সামনে আসার পরই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ভোটার স্লিপ অনুযায়ী গোরক্ষপুরের সহজওয়ানয়া বিধানসভায় ভোটার হিসেবে বিরাটের সিরিয়াল নম্বর ৮২২। দিন পাঁচেক আগে এই ‘ভুল’ চোখে পড়ে সুনীতা চৌবে এক জন বুথ লেভেল আধিকারিকের। তার পরই কী ভাবে এমন ঘটনা ঘটল তার তদন্তের নির্দেশ দেন গোরক্ষপুরের সাব ডিভিশনার ম্যাজিসট্রেট পঙ্কজ শ্রীবাস্তব।

গোরক্ষপুরের সাংসদ পদ থেকে পদত্যাগ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি, রাজ্যের ফুলপুরের সাংসদ ছিলেন কেশবপ্রসাদ মৌর্য। উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনিও সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এই দুটি আসনেই রবিবার উপনির্বাচন। ফল প্রকাশ ১৪ তারিখ। তার আগেই সামনে এল ভোটার লিস্টের এই ‘বিরাট’ ভুল।

Advertisement

সেই ভোটার লিস্ট

আরও পড়ুন: কথা কম, কাজ বেশি, শিখলেন দিলীপেরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন