চেন্নাইয়ের আশ্রয়হীনদের জন্য বাড়ি খুলে দিলেন বিশ্বনাথন আনন্দ

৬৪ খোপের দুনিয়া তাঁকে চেনে আপদামস্তক ভদ্রলোক হিসেবে। এ বার খেলার দুনিয়ার বাইরেও সেই রূপের পরিচয় দিলেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। বন্যাবিধ্বস্ত চেন্নাইয়ে জলমগ্ন বিভিন্ন এলাকা। সে রকম পরিস্থিতিতে চেন্নাইয়ে নিজের বাড়ির দরজা দুর্গতদের জন্য খুলে দিয়ে অন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন আনন্দ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৩
Share:

৬৪ খোপের দুনিয়া তাঁকে চেনে আপদামস্তক ভদ্রলোক হিসেবে। এ বার খেলার দুনিয়ার বাইরেও সেই রূপের পরিচয় দিলেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। বন্যাবিধ্বস্ত চেন্নাইয়ে জলমগ্ন বিভিন্ন এলাকা। সে রকম পরিস্থিতিতে চেন্নাইয়ে নিজের বাড়ির দরজা দুর্গতদের জন্য খুলে দিয়ে অন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন আনন্দ।

Advertisement

ক্ল্যাসিক দাবা টুর্নামেন্ট খেলতে আপাতত লন্ডনে আছেন আনন্দ। চেন্নাইয়ে আছেন তাঁর বাবা, স্ত্রী এবং ছোট্ট ছেলে অখিল। আনন্দের বাড়ি চেন্নাইয়ের আর এ পুরম এলাকায়। আনন্দের স্ত্রী অরুণা জানিয়েছেন, বাড়িটি এক তলা হলেও বাড়ির ভিতর জল ঢোকেনি। কিন্তু তাঁদের মতো এত সৌভাগ্য হয়নি আশপাশের বস্তির বাসিন্দাদের। সেই বস্তির বাসিন্দাদের নিজেদের বাড়িতে আশ্রয় দেন আনন্দের পরিবার। কাছের বস্তির ২০ জন বাসিন্দাকে নিজের বাড়িতে আশ্রয় দেন তাঁরা। এর মধ্যে দু’জন অন্তঃসত্ত্বা মহিলাও ছিল।


ত্রাণের জন্য হাহাকার। পিটিআইয়ের তোলা ছবি।

Advertisement

আনন্দদের পরিচারিকাও বন্যায় নিজের আস্তানাটি হারিয়েছে। সে এবং তার কয়েক জন প্রতিবেশী ঠাঁই নেয় আনন্দের বাড়িতে। অরুণা বলেন, বাড়িতে অনেক জনের জন্য খাবার বানানো হয়। সকলে মিলে এক সঙ্গে বসে তাঁরা খান। স্বেচ্ছাসাবকদের হাতেও খাবার তুলে দেওয়া হয়। কিন্তু ইচ্ছা থাকলেও বৃদ্ধ শ্বশুরমশাই এবং ছোট্ট ছেলেকে ফেলে নিজে ত্রাণে অংশ নিতে পারেননি বলে খেদও প্রকাশ করেছেন অরুণা। তবে যারা আশ্রয় নেয় তারা জানতেন না ওটি আনন্দের বাড়ি। তাই এমন এক জন লিজেন্ডের বাড়িতে আশ্রয় পেয়ে যারপরনাই অবাক হয়ে যায় তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement