এত গরম, রাস্তাতেই ভাজা হচ্ছে ওমলেট!

আক্ষরিক অর্থেই জ্বলছে তেলেঙ্গনা। তাপমাত্রা কখনও ৪৫ ডিগ্রি। কখনও বা তার থেকেও দু’এক ডিগ্রি বেশি। মাঠে শস্য নেই, জলের জন্যও হাহাকার। গরমে এখনও পর্যন্ত মৃত প্রায় ৩৫। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে, গল্প-উপন্যাসে যেমন শোনা যায় এ বার তেমনটাই ঘটল বাস্তবে। গরমের তাতে পিচের রাস্তায় ভাজা হয়ে গেল গোটা একটি ওমলেট!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ১৫:০৮
Share:

আক্ষরিক অর্থেই জ্বলছে তেলেঙ্গনা। তাপমাত্রা কখনও ৪৫ ডিগ্রি। কখনও বা তার থেকেও দু’এক ডিগ্রি বেশি। মাঠে শস্য নেই, জলের জন্যও হাহাকার। গরমে এখনও পর্যন্ত মৃত প্রায় ৩৫। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে, গল্প-উপন্যাসে যেমন শোনা যায় এ বার তেমনটাই ঘটল বাস্তবে। গরমের তাতে পিচের রাস্তায় ভাজা হয়ে গেল গোটা একটি ওমলেট!

Advertisement

বিশ্বাস হচ্ছে না তো?

নীচের ভিডিওতে নিজেই দেখে নিন। সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে তেলঙ্গনায়। গরম এতটাই যে পিচের রাস্তার ওপর দিব্যি ওমলেট ভাজা হয়ে যাচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরনোর জন্য সরকারের তরফে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিনে তাপমাত্রা ছাড়াতে পারে ৪৭ ডিগ্রিরও বেশি। দক্ষিণ, মধ্য এবং পূর্ব ভারেতর কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

Advertisement

আরও পড়ুন, দেওয়ানি প্রশ্নে দিওয়ানি হল বিহারের পরীক্ষার্থীরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement