Surat Water tank collapse

জলে গেল ২১ কোটি টাকা! উদ্বোধনের আগে সুরাতে ভেঙে পড়ল ১১ লক্ষ লিটারের জলট্যাঙ্ক, বিক্ষোভ স্থানীয়দের

জলট্যাঙ্কের উদ্বোধনের কথা ছিল ১৯ জানুয়ারি। কিন্তু তার আগেই কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি এই ট্যাঙ্ক ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে নির্মাণকাজের ধরন নিয়েও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫
Share:

সুরাতের গ্রামে ভেঙে পড়া সেই জলের ট্যাঙ্ক। ছবি: সংগৃহীত।

২১ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল ১১ লক্ষ লিটারের জলট্যাঙ্ক। কিন্তু উদ্বোধনের আগেই সেটি ভেঙে পড়ল। ঘটনাটি সুরাতের। আগামী ১৯ জানুয়ারি জলট্যাঙ্কের উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আগে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি এই ট্যাঙ্ক ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে নির্মাণকাজের ধরন নিয়েও।

Advertisement

জানা গিয়েছে, সুরাতের ৩৩টি গ্রামে জল সরবরাহের জন্য এই জলট্যাঙ্ক বানানো হয়েছিল। রাজ্যের গেপাগলা গ্রুপ ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় এই ট্যাঙ্ক নির্মাণ করা হয় মান্ডবী তালুকের তর্কেশ্বর গ্রামে। জলট্যাঙ্ককে ঘিরে ৩৩টি গ্রামের মানুষ যথেষ্ট আশাবাদী ছিলেন। কারণ জলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার দিন শেষ হবে ভেবেছিলেন। কিন্তু সেই আশায় জল ঢালল ট্যাঙ্কের নিম্নমানের নির্মাণকাজ।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পরীক্ষামূলক ভাবে ট্যাঙ্কে ৯ লক্ষ লিটার জল ভরা হয়েছিল। কিন্তু সেই জলের ভার বহন করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্যাঙ্কটি। এই ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। তবে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছেন বলে স্থানীয়েরা জানিয়েছেন। অনেকেই বলছেন, এই ঘটনায় অনেকের মৃত্যু হতে পারত। এই ঘটনার পরই নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement